Cooch Behar Elephant: হাতিকে ঘুম পাড়াতে বিনিদ্র রজনী বনকর্মীদের, ছোড়া হল গুলি

Cooch Behar Elephant: ৬ টি হাতির মধ্যে ৪ টি হাতিকে রসমতি জঙ্গলে পাঠাতে সক্ষম হয়েছেন বন কর্মীরা। ১ টি কে ঘুম পাড়ানি গুলি করা হয়েছে। ওপরটি জলদাপাড়া জঙ্গলে রয়েছে। নতুন করে হামলার কোনও খবর নেই

Cooch Behar Elephant:  হাতিকে ঘুম পাড়াতে বিনিদ্র রজনী বনকর্মীদের, ছোড়া হল গুলি
কোচবিহারে হাতিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 04, 2023 | 8:48 AM

কোচবিহার: হাতি নিয়ে ঘুম উড়েছে কোচবিহারের বনদফতরের। হাতির হানায় ইতিমধ্যেই কোচবিহারে মৃত্যু হয়েছে চার জনের। ৬ টি হাতির মধ্যে ৪ টি হাতিকে রসমতি জঙ্গলে পাঠাতে সক্ষম হয়েছেন বন কর্মীরা। ১ টি কে ঘুম পাড়ানি গুলি করা হয়েছে। ওপরটি জলদাপাড়া জঙ্গলে রয়েছে। নতুন করে হামলার কোনও খবর নেই।

বৃহস্পতিবার  পর্যন্তও দিনহাটার মাতালহাটে ছিল হাতির দলটি। তারপর তারা দল বেঁধে  মাথাভাঙার ২ ব্লকের দিকে এগোতে শুরু করে। গ্রামে সে সময়ে ধান ক্ষেতে কাজ করছিলেন আনন্দ প্রামাণিক নামে এক ব্যক্তি। দূর থেকে হাতির দল আসতে দেখে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেসময়েই দৌড়ে এসে একটি হাতি পিছন থেকে তাঁকে শুঁড়ে পেঁচিয়ে তুলে আছাড় মারে। হাতির হানায় তার ঠিক দুদিন আগেই বুদ্ধেশ্বর অধিকারী নামে আরও এক জনের মৃত্যু হয়।

শুক্রবার থেকে হাতির দলটি মাথাভাঙার ২ নম্বর ব্লকে দাপিয়ে বেড়াচ্ছে। বিঘার পর বিঘা ফসল নষ্ট হয়েছে। একাধিক মাটির বাড়ি পায়ে পিষে নষ্ট করেছে। একাধিক মাটির বাড়ি ভেঙে গিয়েছে। গোটা মোবাইল বন্দি করতে গিয়েও বিপদ বেড়েছে মারাত্মক। উনিশবিশা এলাকা. হাতির হানায় দুই মহিলার মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাতির দলটিতে ৬চি হাতি ছিল।