কোচবিহার: ভোটের ডিউটিতে এসেছিলেন। প্রথম দফার নির্বাচনের শুরু আগেই বাংলায় মৃত্যু কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের। কোচবিহারের মাথাভাঙায় কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু। জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম কুমার নীলু। তিনি বিহার থেকে মাথাভাঙ্গা বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন। তিনি QRT টীমের সদস্য ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে কুমার নীলুকে অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছিলেন তাঁর সহকর্মীরা। তাঁর মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তাঁকে দ্রুত উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয়।
তবে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই কেন্দ্রীয় বাহিনী জওয়ানের। বিষয়টির ওপর নজর রয়েছে নির্বাচন কমিশনের। প্রথম দফার নির্বাচনে বাংলার এপিসেন্টার কোচবিহার। সেখানে ভোটের আগেই এই ধরনের ঘটনায় স্বাভাবিক ভাবে চাঞ্চল্য তৈরি হয়েছে।