কোচবিহার: এবার মাথাভাঙায় হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আনন্দ প্রামাণিক (৬৫)। তাঁর বাড়ি মাথাভাঙা ২ ব্লকের ভানুরকুঠি এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে এলাকায় হাতির মৃত্যু নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনন্দ শুক্রবার সকালে ধানের জমিতে কাজ করছিলেন। তখনও ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে হাতির দল। একটি হাতির সামনে পড়ে যান তিনি। পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর আগে মাথাভাঙ্গা ২ নং ব্লকের টাউওরিকাটা এলাকায় হাতির হামলায় মৃত্যু হয়েছে বুদেশ্বর অধিকারী নামে বছর পঁয়ষট্টির এক ব্যক্তির।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আজ সকাল থেকেই শীতলকুচি ও মাথাভাঙার বিস্তীর্ণ এলাকায় ৬ টি হাতি দাপিয়ে বেড়ায়। সাত সকালে হাতির হানায় আহত হয়েছে দুইজন। এই মুহূর্তে মাথাভাঙায় হাতির হানায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ । এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলেই রয়েছেন বনদফতর ও পুলিশের কর্তারা । তবে ঘটনাস্থলে বন দফতরের আধিকারিকরা এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ।