Cooch Behar: পঞ্চায়েত প্রধানের বাড়িতে তির ধনুক নিয়ে হামলার অভিযোগ, তপ্ত তুফানগঞ্জ

Cooch Behar: ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী বিধায়ক সেই এলাকায় বিধায়ক পৌঁছতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল বাহিনী।

Cooch Behar: পঞ্চায়েত প্রধানের বাড়িতে তির ধনুক নিয়ে হামলার অভিযোগ, তপ্ত তুফানগঞ্জ
এলাকায় উত্তেজনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 15, 2025 | 9:38 PM

কোচবিহার: তুফানগঞ্জে বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে তির ধনুক নিয়ে হামলার অভিযোগ! পাল্টা তৃণমূল যুব সভাপতিকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে! কর্মীদের নিয়ে বৈঠক চলাকালীন গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অপরদিকে তৃণমূল অঞ্চল যুব সভাপতিকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্দোরান ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত এলাকা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী বিধায়ক সেই এলাকায় বিধায়ক পৌঁছতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল বাহিনী। অভিযোগ , নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি ৫ নম্বর মন্ডলের কর্মীদের নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান ননীবালা বর্মনের বাড়িতে বৈঠক বসে বিজেপি। বৈঠক চলাকালীন প্রধানের বাড়িতে তির ধনুক নিয়ে অতর্কিত হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকরা।

যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল অঞ্চল চেয়ারম্যান আশার আলি বলেন , “আমাদের একটি জয়নিং কর্মসূচি ছিল, সে কারণেই আমরা এখানে এসেছি। আর বিজেপি আমাদের জয়েনিং কর্মসূচিকে ব্যর্থ করতে ‌ এখানে বৈঠকের ডাক দেয়।”
বিজেপি ও তৃণমূল উভয় পক্ষ থেকেই তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা গিয়েছে।