Cooch Behar: নিত্য মরছে কচ্ছপ, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

Suman Kalyan Bhadra | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 09, 2023 | 2:06 PM

Cooch Behar: সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি গোপনে তাদের পাচার করে দিচ্ছে অন্যত্র। রাস্তা পারাপার করতে গিয়ে মাঝে মাঝেই দুর্ঘটনার কবলে পরে মারা যাচ্ছে এই কচ্ছপ । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছে স্থানীয় মানুষ ।

Cooch Behar: নিত্য মরছে কচ্ছপ, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ
কচ্ছপ মৃত্যুর প্রতিবাদ

Follow Us

কোচবিহার: বানেশ্বরের শিব দীঘির কচ্ছপ মৃত্যুর প্রতিবাদে ধর্মঘট । প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পথে স্থানীয় বাসিন্দারা । বন্ধ রাজ্য কোচবিহার – আলিপুরদুয়ার রাজ্য সড়ক। কোচবিহার শহর সংলগ্ন বানেশ্বরে দিনের পর দিন মারা যাচ্ছে লুপ্তপ্রায় কচ্ছপ। রাজ আমলের বহু প্রাচীন শিব মন্দিরের দীঘিতে তাদের বাস । স্থানীয় মানুষ ‘মোহন’ নামে তাদের চেনেন । পুরাণে বর্ণিত কুর্মি অবতার হিসেবে এই মন্দিরে শিবের সঙ্গে মোহনদের পূজা করেন ভক্তরা ।

সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি গোপনে তাদের পাচার করে দিচ্ছে অন্যত্র। রাস্তা পারাপার করতে গিয়ে মাঝে মাঝেই দুর্ঘটনার কবলে পরে মারা যাচ্ছে এই কচ্ছপ । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছে স্থানীয় মানুষ ।

একাধিকবার বিষয়গুলি প্রশাসনের নজরে আনার পরেও প্রশাসনের কোনও হেলদোল নেই বলেই অভিযোগ স্থানীয় মানুষদের । তারই প্রতিবাদেই স্থানীয় মানুষরা অবরোধ শুরু করেন বানেশ্বরে । পাশাপাশি বৃহস্পতিবার এলাকার মানুষ এবং ‘মোহন’ রক্ষা কমিটির উদ্যোগে ৬ ঘণ্টা সাধারণ ধর্মঘটের ডাক দেন । অবরোধ ও ধর্মঘটের জেরে বন্ধ কোচবিহার – আলিপুরদুয়ার রাজ্য সড়ক ।

মোহন রক্ষা কমিটির এক সদস্য বলেন,  “মোহনের খাবারে সঙ্কট তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে খাবারের ব্যবস্থাও করেছে। কিন্তু মনে হচ্ছে মন্দির কর্তৃপক্ষ খাবার দেওয়া নিয়ে অনীহা করে। প্রশাসন সঠিক পদক্ষেপ না করলে মোহন রক্ষা করা সম্ভব নয়।”

Next Article