Cooch Behar: ১৫ বছর পর কী এমন হল? হঠাৎ করেই বাংলাদেশে ফিরতে চেয়ে প্রশাসনের দ্বারস্থ ১৬ জন

Cooch Behar: কেউ ভারতে এসেছে ১৫ বছর আছে আবার কেউ এসেছেন ১০ বছর আগে । তাঁদের সন্তানদের জন্ম হয়েছে এদেশেই । মূলত হরিয়ানা, দিল্লি-সহ একাধিক রাজ্যের ইট ভাটায় কাজ করতেন এই বাংলাদেশিরা। তাঁরা জানিয়েছেন, এখন পরিস্থিতি পাল্টেছে ।  তাই বাধ্য হয়েই নিজেদের দেশে ফিরতে চান।

Cooch Behar: ১৫ বছর পর কী এমন হল? হঠাৎ করেই বাংলাদেশে ফিরতে চেয়ে প্রশাসনের দ্বারস্থ ১৬ জন
থানার সামনে বাংলাদেশিরা Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 05, 2025 | 5:55 PM

কোচবিহার: বাংলাদেশে ফিরতে চেয়ে কোতোয়ালি থানায় সামনে ১৬ জন বাংলাদেশির। ভারতের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন কাজ করার পর বিভিন্ন চাপে দেশে ফিরতে চান বাংলাদেশিরা। বাড়ি ফিরতে চেয়ে কোচবিহারের কোতোয়ালি থানায় এসেছেন আত্মসমর্পণ করতে।

কেউ ভারতে এসেছে ১৫ বছর আছে আবার কেউ এসেছেন ১০ বছর আগে । তাঁদের সন্তানদের জন্ম হয়েছে এদেশেই । মূলত হরিয়ানা, দিল্লি-সহ একাধিক রাজ্যের ইট ভাটায় কাজ করতেন এই বাংলাদেশিরা। তাঁরা জানিয়েছেন, এখন পরিস্থিতি পাল্টেছে ।  তাই বাধ্য হয়েই নিজেদের দেশে ফিরতে চান। তাই তাঁদের যাতে বাংলাদেশে ফেরত পাঠানো যায়, সেই জন্যেই তারা কোতোয়ালি থানায় এসেছেন আত্মসমর্পণ করতে । থানার সামনে জড়ো হন  বাংলাদেশিরা ।

কাঁটা তার টপকে অবৈধ উপায়ে যে তাঁরা ভারতে এসেছিলেন, তাও পরিস্কার করে জানিয়েছেন এই বাংলাদেশিরা । এই ১৬ জন বাংলাদেশির প্রত্যেকের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়।