
কোচবিহার: মোবাইলে কথা, প্রেমের প্রস্তাব, তারপর ঘনিষ্ঠতা! কিন্তু ধরা পড়ে যায় একটা কথাতেই। প্রেমের ফাঁদে ফাঁসিয়ে যুবতী পাচারের আগেই জালে যুবক! ধৃতের নাম এজাউল হক। কোচবিহার শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনাস থেকে।
জানা গিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্তের সঙ্গে পরিচয় হয় বছর চব্বিশের ওই যুবতীর। তাঁর বাড়ি বামন হাটে। শ্বশুরবাড়ি মাথাভাঙ্গা। ধীরে ধীরে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁর। বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে কেরালায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। তবে এই বিষয়টি জানতে পারেন ওই মহিলার বৌদি । এবং তার বৌদি বিষয়টি জানার পর, মহিলার কাছ থেকে তাঁর মোবাইল ফোন নিয়ে নেন।
পরবর্তীতে যখন এজাউল হক নামে যুবকটি বাস টার্মিনাসে আসতে বলেন। তিনি তাঁর কথা মোতাবেক বাস টার্মিনাসে যান। এরপর যুবকটি যখন ওই মহিলার বৌদি এবং দাদাকে দেখতে পান, তখন সেই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
যুবকের কাছে তল্লাশি চালিয়ে পুলিশ কয়েক লক্ষ টাকা উদ্ধার করেছে। কোথা থেকে তিনি এই টাকা পয়েছেন, তা জানতে চাইলে ওই যুবকের দাবি, বুধবার তিনি নাকি লটারি কেটেছিলেন, তারই টাকা! যুবকের কথায় একাধিক অসঙ্গতি। আদৌ ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কোথায় নিয়ে যেতে চেয়েছিলেন, তা জানতে চাইছে পুলিশ। ওই যুবক কোনও পাচার চক্রের সঙ্গে জড়িত কিনা, সেটাও দেখা হচ্ছে।