BJP to TMC Joining: নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপি-তে যোগ একঝাঁক তৃণমূল কর্মীর

Coochbehar: কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের শুকারুরকুটি। সেখানে গোবরাছড়া নয়ারহাট থেকে প্রায় ৫০ জন তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপি-তে।

BJP to TMC Joining: নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপি-তে যোগ একঝাঁক তৃণমূল কর্মীর
কোচবিহারে যোগদানImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 03, 2023 | 9:44 AM

দিনহাটা: কোচবিহারের দিনহাটায় ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান পঞ্চাশ জন কর্মীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপি-তে যোগদান করলেন তারা।

ঘটনাস্থল কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের শুকারুরকুটি। সেখানে গোবরাছড়া নয়ারহাট থেকে প্রায় ৫০ জন তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপি-তে। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সম্পাদক জয়দীপ ঘোষ মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ।

ঘটনার বিষয়ে যোগদানকারী এক কর্মী বলেন, “গত পঞ্চায়েত নির্বাচনে আমি নির্দলের হয়ে দাঁড়িয়েছিলাম। এখন থেকে আমরা বিজেপির হয়ে কাজ করব। আজ নীশিথ প্রামাণিকের হাত থেকে পতাকা তুলে নিয়েছি।” ঘটনার বিষয়ে শুধু তৃণমূল নয়। সিপিএম ছেড়েও অনেকে যোগ দিয়েছেন বিজেপি-তে। মন্ত্রী নীশিথ প্রামাণিকের হাত থেকে তারা পতাকা তুলে নিয়েছে।