Coochbehar: ঘাসের মধ্যে থেকে বেরিয়ে ছিল মুখটা, হাত দিয়ে টেনে বার করে পাথরে ঘষতেই জ্বলে উঠল আলো! চরম অভিজ্ঞতা ছাত্রের

Suman Kalyan Bhadra | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 13, 2025 | 2:52 PM

Coochbehar: পরিবারের লোকজন জানিয়েছে, এদিন বাড়ির সামনেই জঙ্গলে খেলতে গিয়ে একটি পরিত্যক্ত বস্তু দেখতে পায়। সেটি পাথরের মতো মনে হয়েছিল তার। অন্য আরেকটা পাথরের সঙ্গে  ঠুকতেই ফেটে গিয়ে বোমাটি। আহত হয় ওই পড়ুয়া। আহত ওই পড়ুয়ার হাতের অনেকটা অংশ পুড়ে গিয়েছে।

Coochbehar: ঘাসের মধ্যে থেকে বেরিয়ে ছিল মুখটা,  হাত দিয়ে টেনে বার করে পাথরে ঘষতেই জ্বলে উঠল আলো! চরম অভিজ্ঞতা ছাত্রের
আহত ছাত্র
Image Credit source: TV9 Bangla

Follow Us

কোচবিহার: ঘাসের মধ্যে ঢিল পায়ে ঠেলতে ঠেলতে চলছিল। ঘাসের মধ্যে থেকেই বেরিয়ে ছিল পাথরের মতো একটা কিছু  একটা  জিনিসের মুখ! দেখতে পেয়ে হাতে তুলে সেই টুকরো আরেকটা পাথরের টুকরো সঙ্গে ঘষা লাগায়! আর তাতেই বিস্ফোরণ। কিন্তু কী এমন ছিল সেই টুকরোয়? পুলিশ ঘটনাস্থলে আসতেই খোলসা হয় সবটা! প্রথমে মনে করা হয়েছিল ওটা বোমা। কিন্তু পুলিশ তদন্ত করে দেখে, আসলে সেটা ‘ক্যাপ’! নিতান্ত বাজি। যা হাতে নিয়ে পাথরে ঘষেছিল কিশোর। মাথাভাঙায়  আহত হয়েছে এক ছাত্র। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা-১ ব্লকের হাজরাহাট-১ গ্রামপঞ্চায়েত এলাকার পূর্ব বালাসিতে। আহত ওই পড়ুয়ার নাম চন্দ্র কুমার মণ্ডল। স্থানীয় হাজরাহাট বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির ছাত্র চন্দ্র।

পরিবারের লোকজন জানিয়েছে, এদিন বাড়ির সামনেই জঙ্গলে খেলতে গিয়ে একটি পরিত্যক্ত বস্তু দেখতে পায়। সেটি ক্য়াপের রিল ছিল, কিন্তু বুঝতে পারেনি। অন্য আরেকটা পাথরের সঙ্গে  ঠুকতেই ফট্ ফট্ করে ফেটে যায়  ক্যাপটি। আহত হয় ওই পড়ুয়া। আহত ওই পড়ুয়ার হাতের অনেকটা অংশ পুড়ে গিয়েছে।

আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই বাড়িতে খবর দেন। ততক্ষণে হাত ঝলসে গিয়েছে পড়ুয়ার। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ। জেলা পুলিশের আধিকারিক জানিয়েছেন, ক্যাপ ফাটানোর বারুদ থেকে হাতে আগুন ধরে যায়। তাতই জখম হয়েছে ওই ছাত্র।

Next Article