কোচবিহার: সাদা চার চাকার গাড়ি। দ্রুত গতিতে যাওয়ার আচমকাই দুর্ঘটনার কবলে সেই গাড়ি। তড়িঘড়ি এলাকাবাসী ঘটনাস্থলে যেতেই আঁতকে উঠলেন। এ কী কাণ্ড! গাড়ির ভিতরে গরু। একটি-দু’টি নয় পাঁচটি গরু। তারপর আর বুঝতে বাকি রইল না কারোর। পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে গাড়ি।
কোচবিহারের বক্সিরহাট থানার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মহিষকুচি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাকলা বাজার এলাকার ঘটনা। বুধবার রাত্রি ৮ নাগাদ চার চাকার একটি ব্যক্তিগত গাড়িতে করে গরু পাচার করা হচ্ছিল। সেই সময় আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। এলাকাবাসী ডিকি খুলে গরুর বাছুর উদ্ধার করে।
পরে উত্তেজিত জনতার রোষের মুখে পড়ে গাড়িটি। পুলিশের উপস্থিতিতেই গরু পাচারের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। উল্টে দেওয়া হয় গাড়িটি। পরে বক্সিরহাট থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পবিত্র বর্মণ নামে এক ব্যক্তি বলেন, “গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে তা শুনেছিলাম। তারপর শুনলাম ভিতরে গরু রাখা। গরু চোর ধরা পড়েছে শুনে দেখতে এসেছি। তারপর দেখি পুলিশ এসেছে। আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, গরু পাচার নিয়ে এ রাজ্যে ইডি-সিবিআই তদন্ত শুরু হয়েছে আগেই। নাম জড়িয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। বর্তমানে তিহাড় জেলেই দিন কাটাচ্ছেন তিনি। শুধু অনুব্রত নয়, তাঁর মেয়ে সুকন্যাও গ্রেফতার হয়েছেন। তবে এত কিছুর পরও সীমান্ত দিয়ে অব্যাহত গরু পাচার।