কোচবিহার: ইউটিউবে চ্যানেল খুলে প্রতারণার খবর আসছিল বেশ কিছুদিন ধরেই। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ । গ্রেফতার হয় চক্রের দুই পাণ্ডা। ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার বিকালে কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতরে এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
বৃহস্পতিবার রাতে দিনহাটা থানার পুলিশ সাইবার ক্রাইম মূলক অপরাধমূলক কাজ কর্মের জন্য দুই যুবককে গ্রেফতার করে। ওই দুই যুবকের বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বছর। শুক্রবার ওই দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশের হেফাজত দিয়েছে বলে জানান পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।
ধৃত ওই দুই যুবকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি ল্যাপটপ, চার্জার, মোবাইলের সিম-সহ বিভিন্ন সামগ্রী। এদিন পুলিশ সুপার জানান, ইউটিউবে চ্যানেল খুলে মানুষকে প্রতারণা করছিল এই দুই যুবক । ইউটিউব চ্যানেলে বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল, ইউটিউব ম্যানেজমেন্ট-সহ একাধিক কোর্স করানোর নামে টাকা নিচ্ছিল। এই ধরনের একাধিক অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালানো হয়।