Dinhata By-Election 2021: একুশে জেতা আসন বিজেপির, তবু উপনির্বাচনও তাদের জন্যই! নজরে দিনহাটা বিধানসভা কেন্দ্র

Dinhata By-Election 2021: ২০২১ সালের বিধানসভা ভোটে জয়ী হন বিজেপির নিশীথ প্রামাণিক। তাঁর প্রাপ্ত ভোট ছিল ১, ১৬,০৩৫। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের উদয়ন গুহ।

Dinhata By-Election 2021: একুশে জেতা আসন বিজেপির, তবু উপনির্বাচনও তাদের জন্যই! নজরে দিনহাটা বিধানসভা কেন্দ্র
পুরভোট নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানি ছিল বৃহস্পতিবার। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2021 | 7:22 PM

কোচবিহার: কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্র (Dinhata By-Election 2021)। একুশের ভোটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেন্দ্র ছিল এটি। তৃণমূলের প্রার্থী ছিলেন উদয়ন গুহ। বিজেপির মুখ ছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। অন্যদিকে বাম-কংগ্রেস-আইএসএফের সংযুক্ত মোর্চার মুখ ছিলেন আবদুর রউফ। ভোটে জেতেন নিশীথ প্রামাণিক। কিন্তু বিধায়ক-ভোটে জিতলেও নিশীথকে সাংসদ হিসাবেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় দল। স্বভাবতই এই বিধানসভা কেন্দ্রে তাই উপনির্বাচনের প্রয়োজনীয়তা হয়। ৩০ অক্টোবর এ কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

এবারও দিনহাটায় তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ। বামেদের মুখ ফরওয়ার্ড ব্লকের আব্দুর রউফই। তবে বিজেপির হয়ে ভোটে লড়ছেন অশোক মণ্ডল। গত কয়েকদিনে যাঁর প্রচার ঘিরে বার বার উত্তপ্ত হতে দেখা গিয়েছে দিনহাটা। বিজেপির প্রচারে তৃণমূলের বাধা দানের অভিযোগ ঘিরে কম রাজনীতির কচকচানি হয়নি গত কয়েকদিনে। শনিবার ভোটের ময়দানে আবারও মুখোমুখি তারা। সঙ্গে ফব প্রার্থীও ফের ভোটযুদ্ধের প্রস্তুতি সেরে রেখেছেন।

দিনহাটায় পোলিং স্টেশন ৪১৭টি। ভোটার সংখ্যা ২৯৮০৬৭ জন। এই কেন্দ্রে উপনির্বাচনের জন্য ২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মতো ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে।

২০২১ সালের বিধানসভা ভোটে জয়ী হন বিজেপির নিশীথ প্রামাণিক। তাঁর প্রাপ্ত ভোট ছিল ১, ১৬,০৩৫। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের উদয়ন গুহ। তাঁর প্রাপ্ত ভোট ছিল ১,১৫,৯৭৮। তৃতীয় স্থানে ছিলেন আবদুর রউফ। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৬০৬৯। ২০১৬ সালের বিধানসভা ভোটে উদয়ন গুহ ১০০৭৩২ ভোটে জয়ী হন। তাঁর কাছে হেরে যান ফরওয়ার্ড ব্লকের নেতা অক্ষয় ঠাকুর। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৭৮৯৩৯। এর আগে ২০১১ সালে অবশ্য বিধানসভা ভোটের সময় এই উদয়ন গুহ ছিলেন ফরওয়ার্ড ব্লকে। সে বছর জেতেন তিনি। তবে ভোটের পর পর অক্টোবরে তৃণমূলে যোগ দেন তিনি।

এক নজরে দিনহাটা বিধানসভা নির্বাচন ২০২১

নিশীথ প্রামাণিক (বিজেপি)- প্রাপ্ত ভোট ১, ১৬,০৩৫ (৪৭.৬১ শতাংশ) উদয়ন গুহ (তৃণমূল)- প্রাপ্ত ভোট ১,১৫,৯৭৮ (৪৭.৫৯ শতাংশ) আবদুর রউফ (ফরওয়ার্ড ব্লক)- প্রাপ্ত ভোট ৬০৬৯ (২.৪৯ শতাংশ)

এক নজরে কোচবিহার লোকসভা নির্বাচন ২০১৯ (দিনহাটা বিধানসভা কেন্দ্রের নিরিখে প্রাপ্ত ভোট)

নিশীথ প্রামাণিক (বিজেপি)- প্রাপ্ত ভোট ১১৪৯৮১ (৫০.৪ শতাংশ) পরেশ চন্দ্র অধিকারি (তৃণমূল)- প্রাপ্ত ভোট ৯৯৪৪২ (৪৩.৬ শতাংশ) গোবিন্দ চন্দ্র রায় (ফরওয়ার্ড ব্লক)- প্রাপ্ত ভোট ৬০৩৭ (২.৬ শতাংশ)

দিনহাটা বিধানসভা ২০১৬

উদয়ন গুহ (তৃণমূল)- প্রাপ্ত ভোট ১০০৭৩২ (৪৫.৫ শতাংশ) অক্ষয় ঠাকুর (ফরওয়ার্ড ব্লক)- প্রাপ্ত ভোট ৭৮৯৩৯ (৩৫.৩ শতাংশ) সচীন্দ্রনাথ অধিকারি (বিজেপি)- প্রাপ্ত ভোট ২৫৫৯৮ (১১.৪৫ শতাংশ) দেবেন্দ্র নাথ রায় (বিএসপি)- প্রাপ্ত ভোট ৫৮৪২ (২.৬২ শতাংশ)

আরও পড়ুন: কালীপুজো, ছট উপলক্ষে আবারও শিথিল হল রাতের বিধি নিষেধ