Cooch Behar: চায়ের দোকানে ঢুকে এলোপাথাড়ি কোপ, গুরুতর জখম ছাত্রী! মদ্যপকে বেঁধে রাখল গ্রামবাসীরা

Cooch Behar: ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই গৌতম মণ্ডল নামে ওই মদ্যপ ব্যক্তিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙা থানার পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গৌতমের বাড়ি ৫ নম্বর বাজারেই।

Cooch Behar: চায়ের দোকানে ঢুকে এলোপাথাড়ি কোপ, গুরুতর জখম ছাত্রী! মদ্যপকে বেঁধে রাখল গ্রামবাসীরা
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 25, 2025 | 8:06 PM

মাথাভাঙা: মদ্যপ অবস্থায় ছাত্রীকে ছুরি। গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গেল মাতাল। বেঁধে রাখা হল খুঁটিতে। শেষে পুলিশ এসে উদ্ধার করে অভিযুক্তকে। চাঞ্চল্যকর ঘটনা মাথাভাঙা-২ ব্লকের বড়শৌলমারি গ্রাম পঞ্চায়েত এলাকার ৫ নম্বর বাজারে। গুরুতর আহত অবস্থায় ছাত্রী বর্তমানে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই গৌতম মণ্ডল নামে ওই মদ্যপ ব্যক্তিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙা থানার পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গৌতমের বাড়ি ৫ নম্বর বাজারেই। তাঁর বাড়ির সামনে একটি চায়ের দোকানও রয়েছে। এদিন বিকেল সাড়ে তিনটা নাগাদ আচমকা সে একটি ধারালো ছুরি নিয়ে দোকানে ঢুকে পড়ে। দোকানে থাকা লোকজনকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। ওই সামনের রাস্তা দিয়ে ওই সময়ে টিউশনে যাচ্ছিল দু’জন ছাত্রী। 

অভিযোগ, দেখা মাত্রই ওই ছাত্রীদের উপর চড়াও হয় গৌতম। একজনে ছুরি দিয়ে কোপানোর চেষ্টা করে। কিন্তু ছাতা থাকায় প্রথমে বেঁচে যায় এক ছাত্রী। শেষে ফের আক্রমণ করে ওই ব্যক্তি। তাতেই গুরুতরভাবে জখম হয় এক ছাত্রী। ঘটনা দেখে তাজ্জব হয়ে যান এলাকার বাসিন্দারা। হাতেনাতে ধরে ফেলা হয় গৌতমকে। একটি খুঁটিতে বেঁধে রেখে খবর দেওয়া হয় পুলিশ।