
মাথাভাঙা: যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্য়াপক চাঞ্চল্য কোচবিহারের মাথাভাঙায়। এদিন সকালে দুজনের দেহ উদ্ধার হয় মাথাভাঙা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চোঙ্গারখাতা খাগড়িবাড়ির ঘনের বাড়ি এলাকা থেকে। দু’জনেই বিবাহিত বলে জানা যাচ্ছে। বাড়িতে সন্তানও রয়েছে। সম্পর্কে জটিলতার কারণেই তাঁরা আত্মহত্যা করে থাকতে পারে বলে মনে করছেন এলাকার অনেকে। তবে অন্য কোনও কারণে মৃত্যু কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, আরতি বর্মন এবং খোকন বর্মনের মধ্যে বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল দীর্ঘদিন থেকেই। এলাকাতেও জানাজানি হয়ে গিয়েছিল। এদিন তাঁদেরই দেহ উদ্ধার হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। মৃত মহিলা আরতি বর্মনের বাড়ি ওই এলাকাতেই। স্বামী নিরোধ বর্মন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। খবর পৌঁছেছে তাঁর কাছেও।
অন্যদিকে আরতির প্রেমিক খোকন বর্মনের (প্রসেনজিৎ) বাড়ি গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভোগরামগুড়ি এলাকায়। খোকন পেশায় টোটো চালক। দু’জনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দুই পরিবারেও। স্থানীয় বাসিন্দা সুশীল বর্মন বলছেন, পরকীয়ার জেরেই ওরা আত্মহত্যা করেছে। দীর্ঘদিন থেকেই ওরা বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল। সেখানে জটিলতার কারণেই এই কাজ করে থাকতে পারে। খবর পেয়ে ছুটে আসে নয়ারহাট ক্যাম্পের পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।