দিনহাটা: রক্তস্রোত যেন থামছেই না দিনহাটায় (Dinhata)। বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও ফের গুলি চলল দিনহাটায়। ঘটনাস্থল দিনহাটার ১ নং ব্লকের ওকড়াবাড়ি মহেশ্বর গ্রাম। কংগ্রেস কর্মীর বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে। একইসঙ্গে এলাকায় চলে ব্যাপক বোমাবাজি। ছোড়া হয়েছে গুলি। ঘটনায় কংগ্রেস কর্মী রফিকুল ইসলামের পায়ে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। তাঁকে বর্তমানে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়।
অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় দিনহাটার কালমাটিতে গুলি চালানোর ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩ বিজেপি কর্মী গুলিবিদ্ধ হন। আহত ভর্তি রয়েছেন দিনহাটা মহকুমা হাসপাতালে। ওই ঘটনাতেও অভিযোগের তির উঠেছিল তৃণমূলের দিকে। সূত্রের খবর, ৭/ ১০৭ নম্বরের বিজেপির বুথ সভাপতি রাজু বর্মন ওই এলাকায় বিজেপির প্রার্থী হয়েছেন। তাঁর হয়েই প্রচারে বেরিয়েছিলেন মিলন বর্মন, চন্দ্র বর্মন ও অর্জুন বর্মনেরা। তাঁদের উপরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।