সিতাইয়ে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য

সিতাই (Sitai) বিধানসভা এলাকায় বিজেপি (BJP) কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য। তাদের কর্মীকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি।

সিতাইয়ে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: May 30, 2021 | 8:08 PM

কোচবিহার: সিতাই (Sitai) বিধানসভা এলাকায় বিজেপি (BJP) কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য। তাদের কর্মীকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার দিনভর তীব্র উত্তেজনা ছড়াল সিতাইয়ের আদাবাড়ি হকদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়।

অভিযোগ, বিধানসভা ভোটের ফল ঘোষণার পরেই অনিল বর্মনের বাড়ি ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তার পর দীর্ঘদিন ধরেই বাড়ি ছাড়া ছিলেন অনিল বর্মন। পরে বাড়ি ফেরেন। পরিবারের সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে অনিল বর্মন বাড়ি ফেরেননি। রাতে বাড়ির লোকজন তাঁর খোঁজ করলেও কোথাও পাওয়া যায়নি। তার পর রবিবার ভোরবেলা বাড়ির সামনেই এক জঙ্গল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের পর থেকেই অনিলের ওপর অমানুষিক নির্যাতন চালাচ্ছিল তৃণমূলের লোকেরা। তার বাড়িঘর বেশ কয়েকবার ভাঙচুর করা হয়। এমনকি এখনও অনিলের বড় ছেলে নিজের বাড়ি থেকে পালিয়ে পালিয়ে থাকেন।

আরও পড়ুন: ‘মোদী দাদা, মমতা বোন, ওঁদের বৈঠকের অন্তরায় রাজ্য বিজেপি’, বিস্ফোরক তৃণমূল সাংসদ

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়ার দাবি, অনিল বর্মন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাই হয়ত আত্মহত্যা করেছেন। এদিকে মৃত বিজেপি কর্মীর পলাতক পুত্র বিজন বর্মন টেলিফোনে দাবি করেন, তাঁর বাবাকে হত্যা করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।