কোচবিহার: একদিকে যেমন তৃণমূলের (Trinamool Congress) নবজোয়ার চলছে তেমনই আবার ঘাসফুল শিবিরে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট। এদিকে এই নবজোয়ার শুরু হয়েছিল কোচবিহার থেকে, এবার এই কোচবিহারে তৃণমূলে ভাঙনের ইঙ্গিত। এই ছবি দেখা যাচ্ছে দেশের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রমানিকের (Nishit Pramanik) বাড়ির সামনে থেকে। সূত্রের খবর, এদিন নিশীথ প্রমানিকের বাড়ির সামনে ভিড় করেন তৃণমূলের নেতা-কর্মীরা। বিজেপিতে যোগ দিতে নিশীথের কাছে আবেদনও জানান তাঁরা। যোগ দিতে চান খোদ পঞ্চায়েত প্রধান। সব দেখে শুনে সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এই খবরেই জোর শোরগোল জেলার রাজনৈতিক মহলে।
এ প্রসঙ্গে নিশীথ প্রমানিক বলেন, “অনেকেই আসছেন এবং জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসে তাঁদের দমবন্ধ হয়ে যাচ্ছে। তাঁরাই জানাচ্ছেন তৃণমূলে এক নায়কতন্ত্র চলছে, অরজকতার পরিবেশ তৈরি হয়েছে। তাই সেখান থেকে বেরিয়ে এসে তাঁরা কিছু করতে চাইছেন। ছাড়তে চাইছেন তৃণমূল কংগ্রেস। তাঁরা বিজেপিতে যোগদান করার ইচ্ছাও প্রকাশ করছেন। আমরা বিষয়টি নিয়ে ভেবে দেখছি, পরবর্তী সময় আমরা নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেব।”
যদিও ইতিমধ্যেই সম্প্রতি ৭/২২৬ নং বুথ থেকে ১৫০ জন, ৭/২২৭ নং বুথ থেকে ২৫০ জন ,৭/২৩১ নং বুথ থেকে প্রায় ৫০০ জন বিজেপিতে যোগ দিয়েছেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে। তৃণমূল ছাড়তে ইচ্ছুক এক তৃণমূল নেতা বলেন, “তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আমরা মন্ত্রীর হাত ধরে ভারতীয় জনতা পার্টির সদস্য হতে চাইছি। এ ভাবেই আমরা প্রতিবাদ করতে চাইছি।” দল ছাড়তে চাওয়া আর এক তৃণমূল নেতা বলেন, “আমি নিজে দলে পদে রয়েছি। আমার স্ত্রী পঞ্চায়েত সমিতির সদস্য। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেই আমরা দল ছাড়তে চাইছি।” আর এক তৃণমূল নেতার দাবি অন্যায় কাজকে প্রশয় দিচ্ছে দল। ভাল মানুষের জায়গায় যাঁরা অন্যায় কাজ করছে তাদের প্রধান্য় দেওয়া হচ্ছে বেশি। তাতেই ক্ষোভ বেড়েছে দলের অন্দরে।
এদিকে সম্প্রতি মেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ তৃণমূলের ৫০০ জন পদ্ম শিবিরে যোগ দিয়েছে বলে খবর। বুধবার নিশীথ প্রমানিকের হাত থেকে পতাকা তুলে নেন তাঁরা। তবে এই আবহে তৃণমূলকে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি ঘাসফুল শিবিপ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “সামনে পঞ্চায়েত নির্বাচন, হয়তো মনে করছে টিকিট পাব কী পাব না সেই ভেবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে।”