Bengal STF: রাজ্যে ঢুকছিল দেড় কোটির মাদক, গ্রেফতার মণিপুরী ব্যবসায়ী
Bengal STF: উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৪ কেজিরও বেশি ইয়াবা ট্যালবেট এবং এক কেজিরও বেশি ব্রাউন সুগার। একটি ১৪ চাকার ট্রাকের মধ্যে এই বিপুল পরিমাণ মাদক লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই ট্রাকটিকেও বাজেয়াপ্ত করেছে স্পেশাল টাস্ক ফোর্স।
কোচবিহার: রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের বড় সাফল্য। কোচবিহার থেকে উদ্ধার বিপুল পরিমাণে মাদক। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এই বিপুল টাকার মাদক নিয়ে এক মণিপুরী মাদক ব্যবসায়ী-সহ মোট দু’জনকে গ্রেফতার করেছে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৪ কেজিরও বেশি ইয়াবা ট্যালবেট এবং এক কেজিরও বেশি ব্রাউন সুগার। একটি ১৪ চাকার ট্রাকের মধ্যে এই বিপুল পরিমাণ মাদক লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই ট্রাকটিকেও বাজেয়াপ্ত করেছে স্পেশাল টাস্ক ফোর্স। প্রাথমিক তদন্তে স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা মনে করছে মণিপুর থেকে এ রাজ্যে গোপনে ঢুকেছিল ওই মাদক ব্যবসায়ী।
ধৃত মণিপুরী মাদক ব্যবসায়ীর নাম আব্দুল মতলিব। ওই মাদক ব্যবসায়ীর সঙ্গে ইয়ানুর রহমান নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স। ইয়ানুরের বাড়ি কোচবিহারের মেখলিগঞ্জে। স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা গোপন সূত্র মারফত খবর পেয়ে আগে থেকেই তৈরি ছিলেন। সেই মতো কোচবিহার কোতয়ালি থানা এলাকার রেলগুমটির কাছে ওই ১৪ চাকার ট্রাকটিকে থামান এসটিএফ অফিসাররা। আর তাতেই বেরিয়ে আসে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। ট্রাকের স্টেপনি বা অতিরিক্ত টায়ারের মধ্যে লুকিয়ে রাখা ছিল ইয়াবা ট্যাবলেট। আর এক কেজি ব্রাউন সুগার রাখা ছিল আব্দুল মতলিব নামে ওই মণিপুরী মাদক ব্যবসায়ীর পিঠ ব্যাগে।
সেই সব নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করেছে স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। এর পাশাপাশি আজই দুর্গাপুর থানার পুলিশ ১৫ লাখ টাকার মাদক উদ্ধার করেছে এবং সঙ্গে দুই পাচারকারীকে গ্রেফতার করেছে।