CM Mamata Banerjee: ক্ষমতায় আসার পর এক বছর লেগেছে বামফ্রন্ট সরকারের জঞ্জাল পরিষ্কার করতে: মমতা

| Edited By: জয়দীপ দাস

Dec 09, 2025 | 3:59 PM

CM Mamata Banerjee: মমতা বলেন, “ক্ষমতায় আসার পর এক বছর সময় দিতে হয়েছে বামফ্রন্ট সরকারের জঞ্জার পরিষ্কার করতে। তারপর মাত্র ১৩ বছর হাতে টাইম পেয়েছি।” এরপরই তৃণমূল জমানায় রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের খতিয়ান তুলে ধরেন তিনি। ফের একবার সরব হন কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও।

কোচবিহার: ভোটমুখী বাংলায় কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠেই তুলোধনা সিপিএমের। বলেন, “ক্ষমতায় আসার পর এক বছর সময় দিতে হয়েছে বামফ্রন্ট সরকারের জঞ্জার পরিষ্কার করতে। তারপর মাত্র ১৩ বছর হাতে টাইম পেয়েছি।” এরপরই তৃণমূল জমানায় রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের খতিয়ান তুলে ধরেন তিনি। ফের একবার সরব হন কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও। 

Published on: Dec 09, 2025 03:58 PM