Udayan Guha: উদয়নকে ‘হুমকি’ চিঠি KLO-র! ৫ কোটি টাকা তোলা চেয়ে ডেডলাইন মন্ত্রীকে
Udayan Guha-KLO: কেএলও-র লেটারপ্যাডে ছাপানো হরফে চিঠি পাঠানো হয়েছে। ৫ কোটি টাকা তোলা চাওয়া হয়েছে মন্ত্রীর থেকে। উদয়নকে পাঠানো চিঠিতে দাবি মতো টাকা দেওয়ার জন্য মন্ত্রীকে দশ দিনের সময় দেওয়া হয়েছে। বুধবার দুপুরে এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে উত্তরবঙ্গের রাজনীতিতে।

কোচবিহার: ভোটের মুখে এবার কেএলও-র হুমকি চিঠি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। বুধবারই এই চিঠি পাঠানো হয়েছে কোচবিহারের দাপুটে তৃণমূল নেতাকে। কেএলও-র লেটারপ্যাডে ছাপানো হরফে চিঠি পাঠানো হয়েছে। ৫ কোটি টাকা তোলা চাওয়া হয়েছে মন্ত্রীর থেকে। উদয়নকে পাঠানো চিঠিতে দাবি মতো টাকা দেওয়ার জন্য মন্ত্রীকে দশ দিনের সময় দেওয়া হয়েছে। বুধবার দুপুরে এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে উত্তরবঙ্গের রাজনীতিতে। লোকসভা ভোটের আবহে মন্ত্রীর কাছে এভাবে তোলা চেয়ে চিঠি ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
কেএলও-র থেকে টাকা চেয়ে চিঠি আসার বিষয়ে মুখ খুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও। যদিও এই হুমকি চিঠিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না উদয়ন। তাঁর বক্তব্য, ‘কেএলও-র নাম করে ওদের লেটারপ্যাডে চিঠি পাঠানো হয়েছে আমার কাছে। ওদের যুদ্ধের জন্য, ওদের স্বাধীনতা সংগ্রামের জন্য আমার থেকে ৫ কোটি টাকা চেয়েছে। দশ দিনের মধ্যে আমাকে এই টাকা দিতে বলেছে। ওরা চাইছে প্রাসঙ্গিক থাকতে। বাজারে ওদের আর কোনও মূল্য নেই।’
এই হুমকি চিঠি আসার ঘটনা ইতিমধ্যেই পুলিশ সুপারকে জানিয়েছেন উদয়ন গুহ। দিনহাটা থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রীর বক্তব্য, ‘ওদের ভয় পাওয়ার কোনও ব্যাপার নেই। তবে সত্য-মিথ্যা যাচাই করার দায়িত্ব পুলিশের। তাঁরা সেটা দেখবেন।’
উদয়নের কাছে কেএলও-র হুমকি চিঠি নিয়ে মুখ খুলেছেন শিলিগুড়ির বিধায়ক তথা উত্তরবঙ্গে বিজেপির অন্যতম বড় মুখ শঙ্কর ঘোষও। এই চিঠি ভুয়ো কি না, সেটাও যাচাই করে দেখার দরকার রয়েছে বলে মনে করছেন বিজেপি বিধায়ক। বললেন, ‘এই চিঠি আসলে সঠিক, নাকি ভুয়ো, নাকি উদয়ন গুহ বাজারে টিকে থাকার জন্য এই চিঠিটিকে সামনে এনেছেন, সেটি তদন্ত সাপেক্ষ।’





