Mamata Banerjee on Assam Goverment: ‘অসমের অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানোর’,পুলিশকে সতর্ক করলেন মমতা

Coochbehar:আজ কোচবিহারে প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকেই তিনি প্রসঙ্গ তোলেন অসম সরকারের। মমতা বলেন, "নমঃশূদ্র,রাজবংশীদের বলছি বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে করতে দেব না। আমরা চাই মানুষ নিজের সম্মান-মর্যাদা নিয়ে বাঁচুক।" এরপর রাজ্যের পুলিশকে সতর্ক করেন।"

Mamata Banerjee on Assam Goverment: অসমের অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানোর,পুলিশকে সতর্ক করলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Facebook

Dec 08, 2025 | 6:25 PM

কোচবিহার: বাংলায় এসআইআর শুরু আগেই উত্তরের আলিপুরদুয়ার, কোচবিহারের একাধিক জায়গায় অসম সরকারের তরফে থেকে এনআরসি (NRC)-র নোটিস পাঠানো হচ্ছিল। যা নিয়ে আগেই সরব হয়েছিল তৃণমূল। আর এবার এ প্রসঙ্গেই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুলিশকে দিলেন বড় নির্দেশ।

আজ কোচবিহারে প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকেই তিনি প্রসঙ্গ তোলেন অসম সরকারের। মমতা বলেন, “নমঃশূদ্র,রাজবংশীদের বলছি বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে করতে দেব না। আমরা চাই মানুষ নিজের সম্মান-মর্যাদা নিয়ে বাঁচুক।” এরপর রাজ্যের পুলিশকে সতর্ক করেন।” মমতা এ দিন বলেন, “অসমের অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো। পুলিশকে বলা থাকল, অন্য রাজ্যের লোক এসে যাতে আমার রাজ্যের লোককে গ্রেফতার করে নিয়ে যেতে না পারে।” বাংলার লোককে নিয়ে যাওয়ার অধিকার নেই বলেও মুখ খুলছেন মমতা।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “কোনও অপরাধীদের গ্রেফতার করতে আসছে, তাহলে রাজ্যের সঙ্গে কথা বলুক। আমরা নিশ্চয়ই অপরাধীদের অ্যালাও করব না। কিন্তু সাধারণ মানুষ আর অপরাধী এক নয়। যে কেউ যে কারও নামে কিছু বলে ফেলল…ক্রিমিনাল বললেই সে ক্রিমিনাল নয়।” মূলত, কয়েক মাস আগে আলিপুরদুয়ারের জটেশ্বরের এক গৃহবধূর কাছে এনআরসি-র নোটিস এসেছিল। তার আগে কোচবিহারেও এসেছিল এনআরসির নোটিস। সেই নিয়ে যথেষ্ট জল্পনা বাড়ে আর এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।