
বক্সিরহাট: SIR–এর তথ্য সামনে আসতেই চাঞ্চল্য অসম-বাংলা সীমান্তের বক্সিরহাটে। তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি ১ নং গ্রাম পঞ্চায়েতের ফেরশাবাড়ি এলাকায় প্রায় ১০ বছর ধরে বাস করেন হাবেল শেখ। কর্মসূত্রে তিনি নিজে বাইরে থাকলেও তাঁর পরিবার ফেরশাবাড়িতে স্থায়ীভাবে বসবাস করছে। নিজের পাকা বাড়িও বানিয়েছেন হাবেল শেখ। কিন্তু বাবার নাম দেখে চক্ষু চড়কগাছ প্রতিবেশীদের।
অভিযোগ, হাবেল শেখ তাঁর বাবা হিসেবে নথিতে রেখেছেন আব্দুল করিম শেখের নাম। এই আব্দুল করিম আসলে বাবা নয়, তিনি হাবেল শেখের প্রতিবেশী। বর্তমানে আর বেঁচে নেই আব্দুল করিম। তবে বেঁচে থাকতেই ভোটার কার্ডে নিজের ‘বাবা’ হিসেবে তাঁকে দেখিয়ে রেখেছেন হাবেল। এই পরিচয়কে ভিত্তি করেই তিনি এলাকায় বাড়িও তৈরি করেছেন বলে অভিযোগ।
অভিযুক্তের ছেলে জানান, তাঁর বাবা কাজের সূত্রে রাজ্যের বাইরে অরুণাচল প্রদেশ রয়েছেন। তবে দু‘দিন ধরে মা বাড়িতে আসছে না বলেও জানান ছেলে। এদিকে আব্দুল করিম শেখের ছেলে সালাম শেখ গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “আমার বাবার নাম ও পরিচয় ব্যবহার করে হাবেল শেখ আমাদের সম্পত্তির অংশ নেওয়ার চেষ্টা করছে। আমরা এটা কোনওদিন মেনে নেব না। খুব শীঘ্রই আমরা লিখিত অভিযোগ জানাব।” তিনি আরও জানান, সম্প্রতি এসআইআর হওয়ার কারণেই এই ঘটনাটি প্রকাশ্যে এসেছে। এই পদক্ষেপকে সাধুবাদও জানান তিনি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি সামনে আসার পর থেকেই সালাম শেখের পরিবারের কিছু সদস্য বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এই ঘটনার পর রাজনৈতিক প্রতিক্রিয়াও মিলেছে। বিজেপি নেতা তপন সিকদার কটাক্ষ করে বলেন, “পশ্চিমবঙ্গের এই ঘটনা নতুন নয়। এরকম নথি জালিয়াতির বহু ঘটনা আরও প্রকাশ্যে আসবে।” প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।