Udayan Guha: নিশীথের ডেরায় গিয়ে ‘বাড়ি থেকে বের করে পেটানোর’ নিদান উদয়নের

Suman Kalyan Bhadra | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 20, 2023 | 3:18 PM

Udayan Guha: উল্লেখ্য, এ দিনের এই মিছিলে দেখা যায়নি স্থানীয় নেতা কর্মীদের একাংশকে। তাহলে দলীয় কোন্দল নাকি অন্য কোনও কারণ? সেই উত্তর দিতে গিয়েও বিজেপিকেই দায়ী করেছেন রাজ্যের মন্ত্রী। বলেন, "কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ভয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন।"

Udayan Guha: নিশীথের ডেরায় গিয়ে বাড়ি থেকে বের করে পেটানোর নিদান উদয়নের
উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ভেটাগুড়ি: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সোমবার পথে নেমেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়িতে মিছিল করতে গিয়ে নাম না করে বিজেপি কর্মীদের হুংকার দেন তিনি। কার্যত গায়ে হাত তোলার হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, এ দিনের এই মিছিলে দেখা যায়নি স্থানীয় নেতা কর্মীদের একাংশকে। তাহলে দলীয় কোন্দল নাকি অন্য কোনও কারণ? সেই উত্তর দিতে গিয়েও বিজেপিকেই দায়ী করেছেন রাজ্যের মন্ত্রী। বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ভয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন।” একই সঙ্গে এও স্বীকার করে বলেছেন, “ভেটাগুড়িতে কম সংখ্যক তৃণমূল কর্মী রয়েছে। যাঁরা রয়েছেন তাঁরা সকলেই উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে।”

এই ঘটনার রেশ টেনেই উদয়ন হুমকি দিয়ে বলেছেন, “এখানে সন্ত্রাশের বাতাবরণ তৈরি করা হয়েছে। যাঁরা এই মিছিলে হেঁটেছেন আমি মিছিলে নিজে পিছনে থেকে ওনাদের সামনে রেখেছি। তবে তাঁদের কারোর গায়ে যদি একটু আঁচড় পড়ে নিজে মন্ত্রী হয়ে বলছি বাড়ি থেকে বের করে করে পেটানো হবে।” নির্বাচনের দিন যত এগিয়ে আসছে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির ‘খেলা’ চলছে। বিরোধীদের ঠেকাতে ও নীশিথের গড় দখলে ‘দিনবাহিনীর’ কথা বলেন তিনি। বলেন, “ওদের কাছে কেন্দ্রীয় বাহিনী থাকলে আমাদের কাছে দিনহাটা বাহিনী রয়েছে।”

Next Article