দিনহাটা: দিনহাটার বিজেপির সংখ্যালঘু নেত্রীর বাড়িতে হামলার অভিযোগ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও তাঁর ছেলের নির্দেশেই তৃণমূলকর্মীরা আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার। রাতের অন্ধকারে দিনহাটার বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। বিজেপির অভিযোগ এই হামলার পেছনে রয়েছে তৃণমূল।
শনিবার রাতে দিনহাটার বিজেপি কর্মী সাবানা খাতুনের বাড়ি ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। এই ঘটনায় জেলা বিজেপির নেতা জয়দীপ ঘোষ সরাসরি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও তার ছেলেকেই দায়ী করেছেন। জয়দীপ ঘোষ অভিযোগ করেন, মন্ত্রী ও তাঁর পুত্র সায়ন্তন গুহের নির্দেশেই এই তাণ্ডব চালিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী। তিনি আরও বলেন, “চৌধুরীহাট এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পোস্টার ছেঁড়ার পর মন্ত্রী ও তাঁর ছেলে গুন্ডা পাঠিয়ে বিজেপি কর্মী সাবানা খাতুনের বাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন।” জয়দীপ ঘোষ আরও অভিযোগ করেন, মাত্র তিন দিন আগে সাবানার দাদার বিয়ে হয়েছে। দুষ্কৃতীরা জানত তাঁর বাড়িতে সোনা ও টাকা পয়সা রয়েছে। সে জন্যই পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল।
যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই প্রসঙ্গে দিনহাটা উদয়ন গুহ ঘনিষ্ট শহর ব্লক তৃণমূল সভাপতি বিশু ধর বলেছেন, “তৃণমূল মশা মেরে হাতের গন্ধ করবে না। সাবানা খাতুন তাঁর কথাবার্তা ও চলাফেরায় সমাজের শত্রু হিসেবে চিহ্নিত হয়েছেন। তৃণমূল এই কাজ করেনি।” তাঁর দাবি এলাকার সাধারণ মানুষেরাই ক্ষিপ্ত হয়ে এই কাজ করতে পারে।
এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই দিনহাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। উল্লেখ্য একদা দিনহাটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত সংসদের নেত্রী হিসেবে সাবানার পরিচিতি লাভ। তার পর তৃণমূলে থাকাকালীন জয়দীপ ঘোষের হাত ধরে মূল পার্টিতে অন্তর্ভুক্তি। এরপর জয়দীপ ঘোষের সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া ও সক্রিয় বিজেপি কর্মী হিসেবে মাঠে নেমে কাজ করেন সাবানা। মাস দুয়েক আগেও একবার শাবানা খাতুনের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালয়েছিল। সে বারও বিজেপির তরফ থেকে দাবি করা হয় তৃণমূল পরিচালিত গুন্ডাবাহিনী এই কাজ করেছে।