Cooch Behar: মোবাইল না দেওয়ায় অভিমান! চরম সিদ্ধান্ত ক্লাস নাইনের ছাত্রীর

Cooch Behar News: মৃত্যু হয়েছে বুড়াবুড়ি গ্রামের নবম শ্রেণীর ছাত্রী দিপালী নমদাসের। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার দুুপুরে এলাকারই একটি দোকান থেকে ডিম কিনে আনে দিপালী। সেই সময় বাড়িতে মা রান্না করছিল। মাকে দেখে মোবাইল চায় ওই ছাত্রী। কিন্তু মা তাঁকে মোবাইল দিতে অস্বীকার করেন। তা নিয়েই সমস্যার সূত্রপাত।

Cooch Behar: মোবাইল না দেওয়ায় অভিমান! চরম সিদ্ধান্ত ক্লাস নাইনের ছাত্রীর
শোকের ছায়া এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 27, 2025 | 4:01 PM

মাথাভাঙা: কয়েকদিন আগেই ঠাকুরপুকুরে মাধ্যমিকের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর চলেছিল। শোনা গিয়েছিল মায়ের কাছে ফোন চেয়েছিল মেয়ে, কিন্তু তা না দিয়ে তাঁকে পড়তে বসতে বলেছিলেন মা। চলে গিয়েছিলেন বাজারে। এসে দেখেন সিলিং থেকে ঝুলছে মেয়ে। এবার যেন একই ঘটনার প্রতিচ্ছবি দেখা গেল কোচবিহারে। মায়ের কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুড়াবুড়ি ময়নাতলী এলাকায়। 

মৃত্যু হয়েছে বুড়াবুড়ি গ্রামের নবম শ্রেণীর ছাত্রী দিপালী নমদাসের। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার দুুপুরে এলাকারই একটি দোকান থেকে ডিম কিনে আনে দিপালী। সেই সময় বাড়িতে মা রান্না করছিল। মাকে দেখে মোবাইল চায় ওই ছাত্রী। কিন্তু মা তাঁকে মোবাইল দিতে অস্বীকার করেন। উল্টে তাঁকে অন্য বেশ কিছু কাজ করতে বলেন। কিন্তু তার পরিণতিতে যে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলবে ওই কিশোরী তা ভাবতে পারেননি কেউই। 

কিছু সময়ের মধ্যেই দেখা যায় বাড়িতেই গলায় ওড়না জড়িয়ে ঝুলছে দিপালী। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে নিয়ে আসেয। কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। খবর যায় পুলিশের কাছেও। খবর পাওয়া মাত্রই ওই বাড়িতে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দিপালীর এভাবে চলে যাওয়ায় কান্নার রোল গোটা বাড়িতে। শোকের ছায়া এলাকাতেও।