কোচবিহার: রাজ্যে প্রথম দফা নির্বাচনের আর আর ৪৮ ঘণ্টা বাকি। তার আগেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহর গতিবিধির নিয়ন্ত্রণের দাবি জানালেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন নিশীথ। তাঁর বক্তব্য ভোটের দিন উদয়নের এলাকাতেই যেন তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়। নিশীথের আরও অভিযোগ, উদয়ন গুন্ডামির পাণ্ডা, তাঁর ওপর দু’বার হামলা করিয়েছেন। গোটা বিষয়টি উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন নিশীথ।
বুধবার সকালেই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী নিজের বাসভবনে বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করেন। তারপরই তিনি সাংবাদিকদের কাছে এই বিষয়টি জানান। মুখ্য নির্বাচনী আধিকারিক, পর্যবেক্ষক ও রিটার্নিং অফিসারের কাছেও নিশীথ প্রামাণিক উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। সূত্রের খবর, নিশীথ তাঁর আবেদন উল্লেখ করেছেন, উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে। এমনকি ৩০২ ধারায় খুনের মামলাও রয়েছে। পাশাপাশি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী অবস্থার কথাও চিঠিতে উল্লেখ করেছেন নিশীথ। তাঁর অভিযোগ, একুশে ভোট পরবর্তী পরিস্থিতিতে উদয়ন গুহ এলাকায় হিংসা ছড়িয়েছেন। জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট পেশ করেছিল, সেখানেও উদয়নের নাম রয়েছে।
যদিও এই প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, “উপায় নেই। ওরা পাগল হয়ে গিয়েছে। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তার নির্বাচন কমিশনের কাছে আবদার রয়েছে। খড় কুটো আঁকড়ে বাঁচবার চেষ্টা করছেন। তাই বলছে আমাকে যাতে গৃহবন্দি রাখা হোক। তাহলে ওঁ বুঝতে পারবেন, মানুষের মধ্যে প্রতিক্রিয়া কী হয়! আমিও চাই বেশি করে দাবি করুক। আমিও চাই কমিশন আমাকে গৃহবন্দি করে রাখুক, তাতে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হবে, তাতে আমরা আরও বেশি করে জয়ী হব।”