কোচবিহার: কোচবিহারের নানা প্রান্তে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল। দিনহাটা থেকে শীতলকুচি, সর্বত্রই ভয়ের বাতাবরণ। একদিন আগেই দাঁতালের কবলে পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। দল ছুট হাতিকে বাগে আনার কাজও চলছে। মাঠে নেমেছেন বন দফতরের কর্মীরা। আনা হয়েছে কুনকি হাতি। এরইমধ্যে হাতির হামলায় মৃতদের বাড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার দুপুর ১২ টা নাগাদ কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণকে নিয়ে মৃত ব্যক্তিদের পরিবারের লোকেদের সমবেদনা জানান মন্ত্রী। শীঘ্রই যে তাঁদের হাতে সরকারি ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হবে সে কথাও জানিয়ে যান।
এদিন মন্ত্রী উদয়ন গুহ জানান, হাতির আক্রমণে মৃত পরিবারগুলিকে সমবেদনা জানাতেই তাঁরা এসেছিলেন। কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। রাজ্য সরকারের তরফে খুব শীঘ্রই পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়ার কথাও এদিন জানিয়েছেন উদয়নবাবু ।
সূত্রের খবর, দলটিতে মোট ৬টি হাতির দেখা পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত, বৃহস্পতিবার পর্যন্তও দিনহাটার মাতালহাটে দাপাচ্ছিল হাতির দলটি। তারপরই দল বেঁধে মাথাভাঙার ২ ব্লকের দিকে এগোতে থাকে। তখনই তাদের কবলে পড়ে মৃত্যু হয় ২ জনের। অন্যদিকে শুক্রবারও হাতির দলটি মাথাভাঙার ২ ব্লকে দাপাটে বেড়াতে থাকে। নষ্ট করেছে বিঘার পর বিঘা জমির ফসল। একাধিক মাটির বাড়িও ভেঙে ফেলেছে। সেখানে আবার দুই মহিলার মৃত্যু হয়। মৃতদের তালিকায় রয়েছেন আনন্দ প্রামাণিক (৬৫), বুদেশ্বর অধিকারী (৬৫), জয়ন্তী সরকার (৪৬), রেখা রানি রায় (৬৮)।