দিনহাটা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আবহে ফের তপ্ত দিনহাটা (Dinhata)। ১৮ জুন দিনহাটা ২ নম্বর ব্লকের কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিয়াদহ এলাকায় বিজেপি (BJP) প্রার্থীর দেওরকে খুনের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এবার ফের রক্ত ঝরল সেই দিনহাটাতেই। দিনহাটার কালমাটিতে চলল গুলি। ঘটনা ৩ বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে।
এদিকে ঘটনার সময় এক তৃণমূল কর্মীকে ধরেও ফেলেন এলাকার বাসিন্দারা। তাঁর থেকে হামলার বিষয়ে বেশ কিছু তথ্য উঠে এসেছে। এমনটাই জানিয়েছেন ৭/ ১০৭ নম্বরের বিজেপির বুথ সভাপতি রাজু বর্মন। রাজু বর্মনের স্ত্রী ওই বুথে বিজেপির প্রার্থী হয়েছেন। এদিন তাঁর হয়েই প্রচার চালাচ্ছিলেন পদ্ম কর্মীরা। প্রচার সেরে বাড়ি ফেরার পথে অতর্কিতে তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ।
বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ঘটে এ ঘটনা। বিজেপি নেতা রাজু বর্মনের দাবি, তাঁদের কর্মীদের দেখে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তৃণমূলের লোকজন। তাতেই আক্রন্ত হন মিলন বর্মন, চন্দ্র বর্মন ও অর্জুন বর্মন নামের তিন বিজেপি কর্মী। এছাড়াও নারায়ণ বর্মন নামে আরও এক কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। যদিও ঘটনার সময় তাঁদের চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। ধরে ফেলেন এক তৃণমূল কর্মীকে। তাঁকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা।
যদিও অভিযোগ উড়িয়েছে শাসকদল। এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা দিনহাটা দু নম্বর ব্লকের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, “ওখানে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে বলে শুনেছি। তৃণমূলকে দোষী দেখানোর জন্য এসব হচ্ছে। তবে আমি মনে করি এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। তবে আমি খোঁজ নিয়ে দেখছি ব্যাপারটা আসলে কী হয়েছে।“