মেখলিগঞ্জ: প্রসূতির মৃত্যুকে কেন্দ্র উত্তেজনা মেখলিগঞ্জের হাসপাতালে। ঘটনায় পুলিশের হাতে আটক ২। ব্যাপক উত্তেজনা এলাকায়। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই এ ঘটনা ঘটেছে। প্রতিবাদে হাসপাতালে ঢুকে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন। রবিরার সকালে এ ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
জানা গিয়েছে, মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডাবরী অঞ্চলের সাগরীরা রায় গর্বভতী ছিলেন। প্রসব যন্ত্রণা উঠতেই দুপুর ১টা নাগাদ মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। রাত ৮টা নাগাদ এক পুত্র সন্তানেরও জন্ম দেন ওই মহিলা। পরিবারের দাবি, তারপর থেকে রাত ১২টা পর্যন্ত সুস্থই ছিলেন সাগরিকা দেবী। কিন্তু সমস্যা বাড়তে থাকে রাত ২টোর পর থেকে। আচমকা শুরু হয় রক্তপাত। পরিবারের অভিযোগ, সেই সময় প্রসূতি কক্ষে থাকা নার্সকে বারাবার ডাকা হলেও কেউ কোনও কর্ণপাত করেননি।
এদিকে ততক্ষণে আরও অবস্থা খারাপ হতে থাকে সাগরিকা দেবীর। শুরু হয় শ্বাসকষ্ট। পরে অবস্থা হাতের বাইরে যাচ্ছে দেখে নার্স আসেন। অক্সিজেন মাস্ক লাগানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পরিবারের লোকজন বলছেন, কোলে বাচ্চা নিয়েই ততক্ষণে মৃত্যুর কোলে ঢোলে পড়েছে তাঁদের মেয়ে। এরপরই চিকিৎসায় গাফিলতি, হাসপাতালের অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন পড়েন তাঁরা। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। ২ জনকে আটকও করা হয়।