Cooch Behar: ফের ধর্ষণের অভিযোগ কোচবিহারে, কাঠগড়ায় প্রেমিক, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নাবালিকা

Cooch Behar: পুলিশ সূত্রে খবর, ১৮ জুলাই অভিযুক্ত যুবকের সঙ্গে বাড়ি ছেড়েছিল বক্সিরহাট থানা এলাকার ওই নাবালিকা। ২৩ জুলাই বাড়ি ফিরে আসেন। বাড়ি এসে বিয়ের কথা বললে অভিযুক্ত যুবক বিয়ে করতে অস্বীকার করে।

Cooch Behar: ফের ধর্ষণের অভিযোগ কোচবিহারে, কাঠগড়ায় প্রেমিক, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নাবালিকা
প্রতীকী চিত্রImage Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 28, 2023 | 11:14 PM

কোচবিহার: কালজানির নির্যাতিতার মৃত্যুতে ফুঁসছে গোটা কোচবিহার (Cooch Behar)। অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব হয়েছে তাঁর পরিবারের সদস্যরা। ফাঁসি চাইছে গোটা জেলা। বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে কোচবিহার জেলা জুড়ে৷ সেই ঘটনার রেশ না কাটতেই আরও এক নির্যাতিতার খবরে শিউরে উঠছে জেলার বাসিন্দারা। কালজানির পর এবার তুফানগঞ্জ। ফের উঠেছে ধর্ষণের অভিযোগ। অভিযোগ এবার প্রেমিকের দিকে। কালজানির নির্যাতিতাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল এলাকার পাঁচ যুবকের বিরুদ্ধে, তুফানগঞ্জের ঘটনায় অভিযোগের তির নির্যাতিতার প্রেমিকের বিরুদ্ধে। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা। 

সূত্রের খবর, অভিযুক্ত যুবকের সঙ্গে দীর্ঘদিন থেকে প্রণয়ের সম্পর্ক ছিল নির্যাতিতার। ছিল শারীরিক সম্পর্কও। কিন্তু, সহবাস করে বিয়ে করতে রাজি হয়নি ওই যুবক। তাতেই আত্মহত্যার চেষ্টা করে নির্যাতিতা। ভর্তি শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। তার অবস্থা রীতিমতো সঙ্কটজনক বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। ঘটনায় যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই ধর্ষণের অভিযোগ এনেছেন নির্যাতিতার মা। অভিযোগ পেয়েই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ।  

পুলিশ সূত্রে খবর, ১৮ জুলাই অভিযুক্ত যুবকের সঙ্গে বাড়ি ছেড়েছিল বক্সিরহাট থানা এলাকার ওই নাবালিকা। ২৩ জুলাই বাড়ি ফিরে আসে। বাড়ি এসে বিয়ের কথা বললে অভিযুক্ত যুবক বিয়ে করতে অস্বীকার করেন। সেই হতাশা থেকেই ওই নাবালিকা আত্মহত্যার চেষ্টা করে বলে অনুমান তার পরিবারের সদস্যদের। ভর্তি করা হয় কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিকেল কলেজে। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে পাঠানো হয় শিলিগুড়ির মেডিকেল কলেজে।