কোচবিহার: বড়সড় ডাকাতির ছক বানচাল করল দিনহাটা থানার পুলিশ! গোসানিমারি ফরেস্ট থেকে পুলিশের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র -সহ গ্রেফতার তিনজন। শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে মোজাফফর মিয়া, শাহিনুর মিয়া, আমিনুর রহমান নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় শোরগোল গোটা এলাকায়। ধৃতদের প্রত্যেকেরই বাড়ি দিনহাটায়। পুলিশ ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, একটি বুলেট ও বেশ কিছু ধারালো আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এমনটাই জানিয়েছেন কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাঁরা জানতে পেরেছেন ডাকাতির উদ্দেশ্যেই তারা ওই এলাকায় জড়ো হয়েছিলেন। তাঁরা গরু পাচারের ব্যবসার সঙ্গেও যুক্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শনিবার ধৃতদের দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়।
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে বাংলার নানা প্রান্তে লাগাতার ডাকাতির ঘটনা দেখা গিয়েছে। রানাঘাট থেকে পুরুলিয়া, খড়্গপুর, নানা প্রান্তে দুঃসাহসিক ডাকাতির খবর সামনে এসেছে। এসেছে বিহার যোগের তত্ত্বও। বেশিরভাগ ক্ষেত্রেই সোনার দোকানি ডাকাতির ঘটনাই দেখা গিয়েছে। এরইমধ্যে কোচবিহারের ঘটনায় নতুন করে শোরগোল শুরু হয়েছে প্রশাসনিক মহলে।