Police Super: মাঝরাতে লাঠিপেটা! সরানো হল পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে

Coochbehar: কালীপুজোর রাতে পুলিশ সুপারের বাংলো সংলগ্ন এলাকায় বাজি ফাটানোর অভিযোগ ওঠে এলাকার কিছু পরিবারের বিরুদ্ধে। সিসিটিভি-তে দেখা যায়, বাজি ফাটানো বন্ধ করতে মারমুখী হয়ে রাস্তায় নামে পুলিশ সুপার দ‍্যুতিমান ভট্টাচার্য। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, যিনি সাধারণ মানুষকে রক্ষা করবেন, তিনি এভাবে মারধর করলে নিরাপত্তা কে দেবে!

Police Super: মাঝরাতে লাঠিপেটা! সরানো হল পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে
সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 23, 2025 | 8:57 PM

সুমন কল্যাণ ভদ্র ও দীক্ষা ভুঁইয়ার রিপোর্ট

কোচবিহার: বদলি করা হল কোচবিহারের পুলিশ সুপার দ‍্যুতিমান ভট্টাচার্যকে। ওই পদে আনা হল সন্দীপ কারাকে। কালীপুজোর রাতে রাস্তায় নেমে মারধর করার অভিযোগ উঠেছিল এই পুলিশ সুপারের বিরুদ্ধে। একইসঙ্গে বেশ কয়েকজন পুলিশকর্মীর বিরুদ্ধেও একই অভিযোগ ওঠে। মহিলা এবং শিশুদেরও মারধর করার সেই অভিযোগ সামনে আসার পরই এই বদলি।

কালীপুজোর রাতে পুলিশ সুপারের বাংলো সংলগ্ন এলাকায় বাজি ফাটানোর অভিযোগ ওঠে এলাকার কিছু পরিবারের বিরুদ্ধে। সিসিটিভি-তে দেখা যায়, বাজি ফাটানো বন্ধ করতে মারমুখী হয়ে রাস্তায় নামে পুলিশ সুপার দ‍্যুতিমান ভট্টাচার্য। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, যিনি সাধারণ মানুষকে রক্ষা করবেন, তিনি এভাবে মারধর করলে নিরাপত্তা কে দেবে!

আক্রান্ত পরিবারের দাবি, তাদের বাড়ির পাঁচজন শিশুকে মারধর করা হয়েছে। ঘটনাটি দেখে বাড়ির একজন মহিলা ও পুরুষ ঘটনাস্থলে ছুটে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ সুপারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে বলে জানিয়েছে আক্রান্ত পরিবার। যদিও এই অভিযোগ অস্বীকার করেন দ্যুতিমান ভট্টাচার্য।

পুলিশ সুপারের বিরুদ্ধে এরপর অভিযোগ দায়ের করা হয়। আর এবার বদলি। জানা যায়, এর আগেও একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরাগভাজন হয়েছিলেন এই দ্যুতিমান ভট্টাচার্জ। দিল্লি পুলিশের কোচবিহারে চলে আসা, কোচবিহারের ডিএসপি পদমর্যাদার এক আধিকারিককে তাঁর দায়িত্ব বন্টন না করা সহ একাধিক বিষয় নিয়ে ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে ভর্ৎসনাও করেছিলেন কয়েকবার। সব শেষে এই বাজি ফাটানোকে কেন্দ্র করে তার হাফপ্যান্ট পরা অবস্থায় লাঠিচার্জ নতুন সংযোজন।