Shooting in Cooch Behar : অটো থেকে নামতেই গুলি, লুটিয়ে পড়লেন যুবক

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Feb 02, 2023 | 8:10 PM

Shooting in Cooch Behar : এ ঘটনায় স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয়।

Shooting in Cooch Behar : অটো থেকে নামতেই গুলি, লুটিয়ে পড়লেন যুবক

Follow Us

শীতলকুচি : জমি বিবাদের জেরে কয়েক সপ্তাহ আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহারের দিনহাটা। সংঘর্ষে জড়িয়েছিল এলাকার তৃণমূল (Trinamool Congress) কর্মীদের দুটি গোষ্ঠী। চলেছিল গুলি। এবার গুলি চলল কোচবিহারের (Cooch Behar) শীতলকুচিতে। গুলিবিদ্ধ পথ চলতি এক যুবক। পুলিশ সূত্রে খবর, পুরনো বিবাদের জেরেই ওই যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে। পুরনো শত্রুতার কারণেই হামলাকারীরা ওই যুবককে নিশানা করেছে বলে অনুমান করা হচ্ছে। যদিও এই মুহূর্তে কাউকে সন্দেহ করছেন না আহত যুবক মউবার মিঞাঁ। কে গুলি চালিয়েছে তাও দেখতে পাননি তিনি। সূত্রের খবর, এদিন শীতলকুচি ব্লকের ছোটো শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পেটলা নেপরা গ্রামের বড় মরিচা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। তখনই ওই যুবকের উপর হামলা হয় বলে খবর। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। 

এ ঘটনায় স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী। আহত যুবককে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁর পায়ে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। এদিকে ঘটনার পর থেকেই এলাকার পরিস্থিতি রীতিমতো থমথমে। এলাকায় চলছে পুলিশি টলহদারি। হামলার নেপথ্যে কাদের হাত রয়েছে তা জানতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে পুলিশ। ওই এলাকার বাসিন্দাদেরও করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। 

ঘটনা প্রসঙ্গে আহত যুবক মউবার মিঞাঁ বলেন, “আমি শীতলকুচিতে অটোতে করে আসছিলাম। অটো থেকে নামতেই আমার পায়ে গুলি লাগে। কেন গুলি চালানো হল আমি বুঝতে পারছি না। আমার সঙ্গে কারও শত্রুতা নেই। তারপরেও কেন গুলি চলল জানি না।” 

Next Article