Shootout at Dinhata: রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, গুলিতে লুটিয়ে পড়লেন তৃণমূল কর্মী, ভোট মিটলেও অশান্ত দিনহাটা
Shootout at Dinhata: দিনহাটা ১ নম্বর ব্লক বি-র তৃণমূল কংগ্রেস সভাপতি অনন্ত বর্মন বিজেপির দিকে আঙুল তুলেছেন। তাঁর দাবি, কোচবিহারের দিনহাটাকে দীর্ঘদিন ধরে অশান্ত করে তুলছে বিজেপি।
কোচবিহার: ভোটের আগে বারবার অশান্ত হয়েছে দিনহাটা। এলাকার দুই নেতা, তৃণমূলের উদয়ন গুহ ও বিজেপির নিশীথ প্রামাণিকের হাতাহাতির দৃশ্যও দেখা গিয়েছিল দিনহাটায়। ভোট মিটে যাওয়ার পরও শান্ত হল না ওই এলাকা। এবার প্রকাশ্যে চলল গুলি। আহত ধনেশ্বর দাস নামে এক তৃণমূল কর্মী। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সোমবার সন্ধ্যায় দিনহাটা পুটিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কোয়ালিদহ এলাকায় ওই যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ধনেশ্বর দাস রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় আচমকা পিছনে গুলি চালায় কেউ বা কারা।
এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় আহত যুবককে কোচবিহারের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। আহত ধনেশ্বর দাস তৃণমূল কর্মী বলেই পরিচিত এলাকায়। ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করা হয়েছে।
দিনহাটা ১ নম্বর ব্লক বি-র তৃণমূল কংগ্রেস সভাপতি অনন্ত বর্মন বিজেপির দিকে আঙুল তুলেছেন। তাঁর দাবি, কোচবিহারের দিনহাটাকে দীর্ঘদিন ধরে অশান্ত করে তুলছে বিজেপি। তৃণমূলের কর্মীকে হত্যার চেষ্টা হয়েছিল বলে দাবি করেন তিনি। অভিযোগ অস্বীকার করে বিজেপির জেলা সম্পাদক অজয় রায় বলেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কথাই তিনি বলেছেন। কীভাবে গুলি আর কেনই বা গুলি তাই নিয়ে শুরু হয়েছে তরজা।