SIR Death: রাজ্যে আবারও আত্মহত্যা, তৃণমূল বলছে, ‘SIR আতঙ্ক’

Coochbehar: আত্মীয় পরিজনরা জানিয়েছেন, ওই মহিলার কাছে থাকা ভোটার কার্ড আর আধার কার্ডে নামের বানানে ভুল ছিল। সেই কারণে বেশ কয়েকদিন ধরে আতঙ্কে ভুগছিলেন তিনি। এমনকী, তাঁর দুই ছেলের কাগজেও ভুল ছিল বলে অভিযোগ। তবে সেসব ঠিক করেছিলেন। হঠাৎ করেই আত্মঘাতী হন ওই মহিলা। হাসানা বিবির মৃত্যু নিয়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।

SIR Death: রাজ্যে আবারও আত্মহত্যা, তৃণমূল বলছে, SIR আতঙ্ক
এসআইআর আতঙ্কে মৃত্যু?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 04, 2025 | 12:31 PM

কোচবিহার: রাজ্যে আবারও মৃত্যু। পরিবারের দাবি, এসআইআর (SIR) আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তিনি। মৃতের নাম হাসানা বিবি। তাঁর বাড়ি তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্য বালাভূতে। তাঁর নামের বানান ভুল ছিল বলে জানা যাচ্ছে। আর তারপরই এমন ঘটনা ঘটিয়েছেন তিনি বলে দাবি পরিবারের লোকজনদের।

আত্মীয় পরিজনরা জানিয়েছেন, ওই মহিলার কাছে থাকা ভোটার কার্ড আর আধার কার্ডে নামের বানানে ভুল ছিল। সেই কারণে বেশ কয়েকদিন ধরে আতঙ্কে ভুগছিলেন তিনি। এমনকী, তাঁর দুই ছেলের কাগজেও ভুল ছিল বলে অভিযোগ। তবে সেসব ঠিক করেছিলেন। হঠাৎ করেই আত্মঘাতী হন ওই মহিলা। হাসানা বিবির মৃত্যু নিয়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।

খবর পেয়েই হাসপাতালের মর্গে আসেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সন্ধ্যায় তাঁর বাড়িতে যান রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তৃণমূলের দাবি, SIR আতঙ্কে মৃত্যু হয়েছে ওই মহিলার। তিনি বলেন, “উনি আত্মহত্যা করেছেন। অনেক বিএলও আত্মহত্যা করেছেন। বিজেপি যেভাবে মানুষকে আতঙ্কে ফেলেছে, আর নির্বাচন কমিশন বিজেপিকে এই ছাড়পত্র দিয়েছে যাতে তারা মানুষকে আতঙ্কিত করতে পারেন। বিজেপি দল এবং কমিশনের আমরা নিন্দা করছি।” অন্যদিকে, বিজেপির নেতা বিরাজ বোস বলেছেন, “তৃণমূল কোনও না কোনও ইস্যু পেলেই বিজেপির উপর ঝাঁপিয়ে পড়ে। তৃণমূল বুঝে গেছে দুজায়গায় নাম আছে তাই আত্মহত্যা করেছে? ওরা সব আগেই বুঝে যায়? মানুষকে ভুল বুঝিয়ে ভোট পাওয়া যায় না।” প্রসঙ্গত, এর আগেও রাজ্যে মৃত্যু ঘটেছে। এমনকী, বিএলওদেরও আত্মহত্যা করতে দেখা গিয়েছে।