Cooch Behar: মমতার সভায় গিয়েছিলেন, মুহূর্তে নিঃস্ব তহমিনা, দুলালী বিবিরা

Mamata Banerjee: টাকা-পয়সা ও জরুরি দস্তাবেজ হারালেন দলের নেতা নেত্রীরা । কোচবিহার ১ নং ব্লকের তহমিনা পারভিন ও দুলালী বিবি তাঁদের মধ্যেই পড়েন। তহমিনা জানাচ্ছেন, সভায় ঢোকার পরেই দেখতে পান তাঁর ব্যাগের চেন খোলা । এরপর সভা শেষে নজরে আসে তাঁর ব্যাগ থেকে টাকা ও জরুরি দস্তাবেজ নেই। একই অবস্থা দুলালীর।

Cooch Behar: মমতার সভায় গিয়েছিলেন, মুহূর্তে নিঃস্ব তহমিনা, দুলালী বিবিরা
সভাস্থলে কী ঘটেছে? Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 09, 2025 | 3:28 PM

কোচবিহার: মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গিয়ে সর্বস্ব খোয়ালেন দলের কয়েকজন নেতা নেত্রী। কোচবিহারে সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সকাল থেকেই উৎসুক কর্মীরা ভিড় জমিয়েছিলেন সভাস্থলে। থিকথিকে ভিড়। সেই ভিড়ের মাঝেই হয়তো মিশে ছিলেন ওঁরা। কিন্তু টের পাননি কর্মীরা। আর তারই খেসারত দিতে হল কয়েকজনকে।  মমতার সভায় সর্বস্ব হারালেন কয়েকজন তৃণমূল কর্মী।

টাকা-পয়সা ও জরুরি দস্তাবেজ হারালেন দলের নেতা নেত্রীরা । কোচবিহার ১ নং ব্লকের তহমিনা পারভিন ও দুলালী বিবি তাঁদের মধ্যেই পড়েন। তহমিনা জানাচ্ছেন, সভায় ঢোকার পরেই দেখতে পান তাঁর ব্যাগের চেন খোলা । এরপর সভা শেষে নজরে আসে তাঁর ব্যাগ থেকে টাকা ও জরুরি দস্তাবেজ নেই। একই অবস্থা দুলালীর। ভিড় ঠাসাঠাসি ছিল। একেবারে পিছনের সারিতেই ছিলেন তিনি।  তিনিও হঠাৎ খেয়াল করেন তাঁর ব্যাগ থেকে উধাও সব। পড়ে যখন সভাস্থলে শোরগোল পড়ে, তখন নিজের নিজের ব্যাগ খেয়াল করেন অনেকে। অনেকেই দেখেন, তাঁদেরও অনেক কিছু খুইয়েছে ব্যাগ থেকে। কিন্তু তাঁরা প্রথমে সেটা খেয়ালই করেননি।

সভাস্থলে মোতায়েন ছিল পুলিশ-নিরাপত্তারক্ষী। তার মধ্যেও এই ধরনের ঘটনা ঘটেছে।   স্বাভাবিকভাবেই পুলিশের নজরে এনেছেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে পুলিশও তৎপর হয়। কিন্তু কাউকেই শনাক্ত করা সম্ভব হয়নি। সভা শেষ হলেও কিছুই খুঁজে পাওয়া যায়নি। ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা।