Suvendu Adhikari: পুলিশের সামনেই লাঠি, বাঁশ-ইট নিয়ে হামলা, ভাঙল শুভেন্দুর গাড়ির কাচ, কোচবিহারে এই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা

Suvendu Adhikari: মঙ্গলবার, কোচবিহারে এসপি অফিস অভিযান রয়েছে বিরোধী দলনেতার। বাঁশ, লাঠি, ইট নিয়ে হামলার অভিযোগ। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।

Suvendu Adhikari: পুলিশের সামনেই লাঠি, বাঁশ-ইট নিয়ে হামলা, ভাঙল শুভেন্দুর গাড়ির কাচ, কোচবিহারে এই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা
শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 05, 2025 | 2:06 PM

 কোচবিহারে বিক্ষোভের মুখে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুব অধিকারী। নিউ কোচবিহার স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত করেন তৃণমূল কর্মী সমর্থকরা। মঙ্গলবার, কোচবিহারে এসপি অফিস অভিযান রয়েছে বিরোধী দলনেতার। বাঁশ, লাঠি, ইট নিয়ে হামলার অভিযোগ। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা আধিকারিকরা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

খাগড়াবাড়ির ওই রাস্তা দিয়েই আসার কথা নির্ধারিত ছিল শুভেন্দু অধিকারীর। সেই মোতাবেক প্রচুর পরিমাণ পুলিশ আগে থেকেই মোতায়েন ছিল এলাকায়। কিন্তু নির্দিষ্ট একটি সময়ের পর হঠাৎ করেই সেখানে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক জড়ো হয়ে যান। শুভেন্দুর কনভয় যেতেই হামলা শুরু হয়। প্রথমে কালো পতাকা হাতে বিক্ষোভ, পরে ইট নিয়ে শুভেন্দুর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। পুলিশের বাঁশ, লাঠি নিয়ে একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “কোচবিহারে তৃণমূল কংগ্রেসের তরফে বিভিন্ন ভাবে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। পুলিশের সাহায্য নিয়ে হেনস্থার চেষ্টা চলেছে। গাড়ির ওপর হামলা করা হয়েছে।”

তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, “সারা বাংলা জুড়ে প্রতিবাদ চলছে বাংলাভাষি মানুষের ওপর আক্রমণের প্রতিবাদে। ১৯টি জায়গায় অবস্থান কর্মসূচি চলছে। ওনার ওপর কেউ হামলা করেননি। প্রচুর মানুষ, মহিলারা জড়ো হয়েছে। বিক্ষোভ প্রদর্শন করেছেন। মানুষের ক্ষোভ রয়েছে।”

মন্ত্রী উদয়ন গুহ সরাসরি বলেছেন, “যাঁরা বাংলা ভাষাকে অপমান করে, তাঁদের নিস্তার নেই। তাঁদের মানুষ কাল পতাকাই দেখাবে। তাঁরা যেখানে ভাবে, সেখানেই আমাদের কর্মীদের তরফে বিক্ষোভ দেখানো হবে।”