শীতলকুচি: জমি বিবাদকে কেন্দ্র করে এক্কেবারে রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহারের শীতলকুচি। দুপক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন। ফাটল মাথা। ঘটনা শীতলকুচির ছোট শালবাড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলা নেপড়া এলাকার। স্থানীয় সূত্রে খবর, এদিন পেটলা নেপড়া এলাকার মোসলেম মিঁঞা তাঁর জমিতে ট্রাক্টর নামিয়ে চাষের কাজ শুরু করেন। অভিযোগ বাধা দেয় এলাকারই রিয়াজুল মিঁঞার পরিবার। বাধা পেয়ে ট্রাক্টর নিয়ে চলে যান চালক। এরপর মোসলেম মিঁঞা হাল দিয়ে চাষের চেষ্টা করেন। আর তাঁকে কেন্দ্র করেই দু’পক্ষের মধ্যে ব্যাপক ঝামেলা শুরু হয়ে যায়। মারধরও করা হয় বলে অভিযোগ। গুরুতরভাবে জখম হন দু’পক্ষের বেশ কয়েকজন।
এদিকে রিয়াজুলের দাবি, জমিটা তাঁদের। কিন্তু, জবর-দখল করে বসে আছেন মোসলেমরা। তাঁদের কাছে কোর্টের অর্ডার কপি রয়েছে বলেও দাবি করেছেন তিনি। এদিন এই জমি জমি চাষ দেওয়ার সময় বাধা দেওয়ায় তাঁদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ।
অন্যদিকে পাল্টা রিয়াজুলদের বিরুদ্ধে গাজোয়ারি করার অভিযোগ এনেছেন মোসলেমরা। ঘটনাকে কেন্দ্র করে এদিন দিনভর উত্তপ্ত হয়ে রইল গোটা এলাকা। যুযুধান দুপক্ষই শীতলকুচি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান। যদিও উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে যায় শীতলকুচি থানার পুলিশ। জমিতে দেওয়া বেশ কিছু লাঠি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। অভিযোগ পেলে তদন্ত শুরু হবে বলে জানাচ্ছেন শীতলকুচি থানার পুলিশ।