Cooch Behar: লরিটা সবমাত্র উঠেছে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ! ভয়ঙ্কর ঘটনা বাংলায়

Cooch Behar Bridge Collapse: স্থানীয় বাসিন্দাদের দাবি, যে কোনও সময় বিপর্যয় ঘটতে পারে বলে আগেই আশঙ্কা করা হয়েছিল, আর আজ সেই আশঙ্কাই সত্যি হল। কিন্তু প্রশ্ন উঠছে, কীভাবে সেখানে পণ্যবাহী এত ভারী যান উঠল, প্রশাসনের নজরদারি কোথায়? স্থানীয় বাসিন্দারা তা নিয়ে প্রশ্ন তুলেছেন

Cooch Behar: লরিটা সবমাত্র উঠেছে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ! ভয়ঙ্কর ঘটনা বাংলায়
ভেঙে পড়ল ব্রিজImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 30, 2026 | 12:37 PM

কোচবিহার: পণ্যবাহী লরি তখন সবেমাত্রা উঠেছে ব্রিজে। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ। নীচে নদী। পণ্যবোঝাই ডাম্পার ঝুলতে থাকে ব্রিজে! ভয়ঙ্কর ঘটনা কোচবিহারের শীতলকুচি লালবাজার এলাকায়। এখনও পর্যন্ত এই ঘটনায় কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শীতলকুচি লালবাজার অঞ্চলের দেবনাথ পাড়ায় নতুন বাজার থেকে বারোমাসিয়া যাওয়ার গ্রামীণ সড়কে একটি পুরনো ব্রিজ ছিল। শুক্রবার সকালে পণ্যবাহী ডাম্পারের ভারে ভেঙে পড়ে। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ব্রিজটির লোহার পাইপে সংস্কারের অভাবে মরচে ধরেছিল। জীর্ণ দশা ছিল ব্রিজটির। দীর্ঘদিন ধরেই তা সংস্কারের দাবি তুলছিলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, যে কোনও সময় বিপর্যয় ঘটতে পারে বলে আগেই আশঙ্কা করা হয়েছিল, আর আজ সেই আশঙ্কাই সত্যি হল। কিন্তু প্রশ্ন উঠছে, কীভাবে সেখানে পণ্যবাহী এত ভারী যান উঠল, প্রশাসনের নজরদারি কোথায়? স্থানীয় বাসিন্দারা তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপাতত ওই ঘটনার জেরে ওই গ্রামীণ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এলাকাবাসী দ্রুত ব্রিজ সংস্কার এবং বিকল্প পথ বা অস্থায়ী সেতুর ব্যবস্থার দাবি জানিয়েছেন।

তৃণমূলের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, “ব্রিজের লোহার বিমগুলোতে মরচে ধরেছে। বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে। জেলাশাসককে আমরা বিষয়টি জানিয়েছি। কেউ কেউ আইন ভেঙে সেখানে ভারী যান নিয়ে ঢুকেছেন। কেউ যদি আইন ভাঙেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”