
কোচবিহার: রাস্তার উপর জমে আছে জল। কাদা রাস্তায় হাঁটাচলা করাই দায়। কাঠের পাটাতন ফেলে কোনও রকমে মন্ত্রীকে পার করার ব্যবস্থা হল। পিছনে ধরে থাকলেন একজন, যাতে অঘটনা না ঘটে। এমনই দৃশ্য দেখা গেল কোচবিহারে। কাদা রাস্তায় হাঁটতে হল খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে।
বুধবার জনসংযোগে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে কাদা রাস্তায় হাঁটলেন খোদ মন্ত্রী। আর সেখানেই তাঁকে ঘিরে ধরলেন উত্তেজিত জনতা। জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে গ্রামবাসীদের দাবিকে মান্যতা দিয়েই এদিন ওই রাস্তায় হাঁটলেন তিনি।
এদিন দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতে জনসংযোগে বেরিয়েছিলেন মন্ত্রী উদয়ন গুহ। জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রীকে কাছে পেয়ে এলাকাবাসীরা নালিশ জানায় রাস্তার মান নিয়ে। একই সঙ্গে গ্রামের বেশ কিছুটা রাস্তা বর্ষাকালে বেহাল হয়ে থাকে সেটাও মন্ত্রীকে সরেজমিনে দেখার জন্য অনুরোধ জানায় গ্রামবাসীরা।
গ্রামবাসীদের সেই দাবি মেনে নিজেই গ্রামের কাদামাখা রাস্তায় হেঁটে গোটা রাস্তা ঘুরে দেখেন মন্ত্রী। দ্রুত সেই রাস্তা সংস্কারের আশ্বাসও দেন মন্ত্রী। ফোন করে সংশ্লিষ্ট বিভাগে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। এই বিষয়ে মন্ত্রী বলেন, বর্ষাকালে যেহেতু গ্রামের রাস্তাঘাট একটু বেশি খারাপ হয়, আর যেহেতু গ্রামের সাধারণ মানুষ মন্ত্রীকে কাছে পেয়েছে তাই তাদের দাবি থাকবে এটা স্বাভাবিক। তাদের এই দাবিকে মান্যতা দিয়ে আমরাও চেষ্টা করছি দ্রুত রাস্তা সংস্কারের।