Potato crisis: দাম নেই! তাও আলু নিয়ে টানাটানি, হিমঘরের সামনে এক্কেবারে ‘যুদ্ধের’ মেজাজ

Suman Kalyan Bhadra | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 24, 2025 | 7:25 PM

Potato crisis: ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার অন্তর্গত চামটা হিমঘরের সামনে। রবিবার বিকেল থেকেই অশান্তির আঁচ ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যাচ্ছে,অভিযুক্ত ভ্যান চালকদের হাতে আক্রান্ত হয়েছেন দুই ভ্যান চালক ৷

Potato crisis: দাম নেই! তাও আলু নিয়ে টানাটানি, হিমঘরের সামনে এক্কেবারে যুদ্ধের মেজাজ
আলু নিয়ে বিক্ষোভ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

তুফানগঞ্জ: জাল আলু বীজের জন্য অদ্ভুত আকৃতির আলু ফলছে মাঠে। তার জেরে আলু বিক্রি করতে সমস্যায় পড়েছেন কৃষকরা। হুগলির আরামবাগ ও পুরশুড়ার একাধিক কৃষক এই অভিযোগ করেছেন। দাম পাচ্ছেন না তাঁরা। এই আবহের মধ্যেই এবারহিমঘরে আলু রাখাকে কেন্দ্র করে অশান্তি। বলা চলে একেবারে ‘যুদ্ধের’ মেজাজ কোচবিহারের তুফানগঞ্জ। সেখানে হিমঘরে আলু রাখতে ভ্যান চালকদের মধ্যে বচসাকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তেজনা ছড়াল এলাকায়। সংঘর্ষে আহত দুই। গ্রেফতার তিনজন।

ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার অন্তর্গত চামটা হিমঘরের সামনে। রবিবার বিকেল থেকেই অশান্তির আঁচ ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যাচ্ছে,অভিযুক্ত ভ্যান চালকদের হাতে আক্রান্ত হয়েছেন দুই ভ্যান চালক ৷ একজনের নাম মনোয়ার হোসেন ও অন্যজন নূর হোসেন।

অভিযোগ, হিমঘরে আলু রাখার জন্য রাতভর হিমঘরের সামনে রাস্তায় অপেক্ষা করছিলেন তাঁরা। তবে অভিযোগ আচমকা এক ভ্যান চলক তাঁর আলুবোঝাই গাড়ি নিয়ে তাদের সামনে চলে আসে। প্রতিবাদ করলে অভিযুক্ত সেই ভ্যান চালক সহ তার সঙ্গীরা এসে মারধর করে বলে অভিযোগ। হামলায় আক্রান্ত হন ভ্যান চালক মনোয়ার হোসেন। তাঁকে বাঁচাতে ভাই নূর হোসেন এলে তাঁকেও মারধর করা হয়।

এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জের চামটা এলাকায়। আহত দুই ভাই তুফানগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। তুফানগঞ্জ থানার পুলিশ জানিয়েছে পুলিশ তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। এক পক্ষ বলেন, “আমরা সেই কখন থেকে লাইনে দাঁড়িয়ে। অথচ পরে এসে আগে লাইনে দাঁড়িয়ে গিয়েছে। আমরা প্রতিবাদ করতেই মারধর শুরু।”