Coochbehar: দেখে মনে হয় কিছুই জানে না! তলে-তলে এই ছক কষছিল এরা?

Suman Kalyan Bhadra | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 09, 2025 | 3:24 PM

Coochbehar: জানা গিয়েছে, বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ওই দুই রোহিঙ্গা। তারপর তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন মোহাম্মদ রেডওয়ান (২৪) ও ফরমিনা আক্তার (২৭)।

Coochbehar: দেখে মনে হয় কিছুই জানে না! তলে-তলে এই ছক কষছিল এরা?
মোহাম্মদ রেডওয়ান, ফরমিনা আক্তার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কুচলিবাড়ি: এ দেশে এসেছিল। তারপর এখানে থেকে আবার নেপালে পালানোর ছক কষেছিল। কিন্তু তার আগেই যত গণ্ডগোল। একদম সীমান্ত থেকে দুই রোহিঙ্গাকে পাকড়াও কর পুলিশ।

জানা গিয়েছে, বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ওই দুই রোহিঙ্গা। তারপর তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন মোহাম্মদ রেডওয়ান (২৪) ও ফরমিনা আক্তার (২৭)। দু’জনে স্বামী-স্ত্রী বলে দাবি দুজনের।

পুলিশ সূত্রে খবর, সীমান্ত টপকে ধাপড়া বাজার থেকে গাড়ি ধরে নেপালে যাওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। সেই সময় পুলিশ তাঁদের গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বলে রবিবার দুপুর ১টা নাগাদ জানিয়েছেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই।

অভিযুক্ত রেডওয়ান বলেন, “আমার বাড়ি কক্সবাজার। আমরা ভারতে এসেছিলাম নেপালে যাওয়ার জন্য। সেখানে আমার আত্মীয় আছে। চল্লিশ হাজার বাংলাদেশি টাকার বিনিময়ে এক দালাল আমাদের সীমান্ত পেরতে সাহায্য করেছে। পাঁচ-ছ’বছর আগে মায়ানমার থেকে আসার সময় গুলি লেগেছে।” মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, “কুচলিবাড়ি থানার পুলিশ আজ দু’জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। পরে সব নথিপত্র বিচার করে দেখা যায় মায়ানমারের নাগরিক।”

 

 

Next Article