
কোচবিহার: দিনহাটায় মকড্রিল হবে। এই খবর জানতে পেরেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, ‘দেশপ্রেমের সুড়সুড়ি দিয়ে BJP মুখী করার চেষ্টা করা হচ্ছে।’ আজ সেই উদয়ন যখন জানলেন ‘অপারেশন সিঁদুরের’ কথা তারপরই ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ তিনি। বললেন, “ভারতীয় সেনারা যদি পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে, সেগুলি গুঁড়িয়ে দিয়ে থাকে তাহলে এর থেকে খুশির খবর আর কিছু হয় না।”
মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। যে প্রত্যাঘাতের চেয়েছিল দেশবাসী তা পূরণ হল আজ। এরপর আজ উদয়ন বলেন, “ভারতীয় সেনারা যদি পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে, সেগুলি গুঁড়িয়ে দিয়ে থাকে তাহলে এর থেকে খুশির খবর আর কিছু হয় না। ভারতীয় সেনাদের স্যালুট। তবে তার পাশাপাশি এটাও দেখতে হবে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে যেমন নিরীহ মানুষ মারা গেছে। এটাও দেখতে হবে একটাও নিরীহ মানুষ মারা না যায়। কোনও স্ত্রী যেন স্বামীহারা না হয়, কোনও সন্তান যেন পিতৃহারা না হয়। ধ্বংস হোক জঙ্গিদের, ধ্বংস হোক তাদের মদতদাতাদের।”
তবে গতকাল রাজ্যের মন্ত্রীর বার্তা দিয়েছিলেন, “দুই পারমানবিক শক্তির মধ্যে যুদ্ধ উচিত নয়। এতে মানুষেরই ক্ষতি হবে। যুদ্ধ না করে এটা ভাবুক জঙ্গিদের কীভাবে জব্দ করা যায়। এটা বেশি করে ভাবুক, কী করে লোককে মারল, কী করে ওই লোকগুলো ঢুকল, কী করে এতক্ষণ গুলি চালাল, কী করে ফেরত চলে গেল। তাই আয়নাকে না ঘষে যদি নিজের মুখ পরিষ্কার না করে তাহলে কালো দাগ থাকবে না। এটা করুক কেন্দ্র।”