কোচবিহার: আটদিন হল নির্মীয়মাণ টানেলে আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে বিপদ-বন্দি মানুষগুলো। তালিকায় আছেন বাংলার মানিক তালুকদারও। তুফানগঞ্জের বলরামপুর-১ গ্রামপঞ্চায়েতের চেকাডরা গেরগেন্দার পাড় এলাকার বাসিন্দা মানিক। ৬ মাস আগে হায়দরাবাদের এক সংস্থার হয়ে সুড়ঙ্গে ইলেকট্রিশিয়ন হিসাবে কাজ করতে যান। ধস নামার পর থেকে সেই অন্ধকার সুড়ঙ্গেই আটকে তিনি।
টিভির পর্দায় পরিবারের লোকেরা এই বিপর্যয়ের খবর জানতে পারেন। তারপর থেকেই দুশ্চিন্তা রাতের ঘুম কেড়েছে। দিনে শুধু ঘর-বাহির করছেন বাড়ির লোকেরা। ঘন ঘন ফোন দেখছেন। স্বামীর ছবি হাতে নিয়ে কেঁদেই চলেছেন মানিকের স্ত্রী সোমা তালুকদার।
মানিক তালুকদারের ছেলে বলেন, “শনিবার শেষবার কথা হয়। সেদিন নাইট ডিউটি ছিল। এরপর থেকে আর কোনও ফোন আসেনি। বলেছিল রবিবার সকালে ফোন করবে। দীপাবলির ছুটি আছে। কিন্তু রাতে সুড়ঙ্গে ঢোকার পর আর বেরোতে পারেনি।” মানিক তালুকদারের স্ত্রীর কাতর আবেদন, একবার কেউ অন্তত স্বামীর সঙ্গে কথা বলিয়ে দিক। বলরামপুর-১ গ্রামপঞ্চায়েতের প্রধান বিক্রম অধিকারী জানান, তাঁরা চেষ্টা করছেন যাতে কোনও খবর পাওয়া যায়।