Minor Girl Harassed: কথা বলতে পারে না মেয়েটা, তাই তিন যুবকের নোংরামো মানতে হয়েছে নিঃশব্দে…

Coochbehar: অভিযোগ, নাবালিকা একাই ছিল সেই সময়। ফাঁকা জায়গায় তাকে নিয়ে গিয়ে অভব্য ব্যবহার করে তিন যুবক।

Minor Girl Harassed: কথা বলতে পারে না মেয়েটা, তাই তিন যুবকের নোংরামো মানতে হয়েছে নিঃশব্দে...
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2022 | 8:38 PM

কোচবিহার: একের পর এক ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ উঠছে রাজ্যে। এবার কোচবিহার। বৃহস্পতিবার এক মূক-বধির নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল তুফানগঞ্জে। তিন যুবকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতারও করা হয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নাবালিকা বাড়ির কাছেই একটি অনুষ্ঠানে যাচ্ছিল। সেখানে যাওয়ার পথে তিনজন তার পিছু নেয়। অভিযোগ, নাবালিকা একাই ছিল সেই সময়। ফাঁকা জায়গায় তাকে নিয়ে গিয়ে অভব্য ব্যবহার করে তিন যুবক। পরে এলাকার লোকজনই তাকে উদ্ধার করে নিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তুফানগঞ্জ থানার পুলিশ একজনকে গ্রেফতার করে।

অসহায়তার সুযোগ নিয়েই কুকীর্তি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা কথা বলতে পারে না। কানেও শুনতে পায় না। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পর তিনজন তার পিছু নেয়। মেয়েটিও বিপদের আঁচ পেয়েছিল। তবে তাঁর অসহায়তা কোনও পদক্ষেপ করার শক্তি জোগায়নি। অভিযোগ, সেই সুযোগই কাজে লাগায় ওই তিনজন। মেয়েটিকে একটি ফাঁকা জায়গায় টেনে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে অভব্য আচরণ করে। পরিবারের তরফে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার পরই শুরু হয় খোঁজ। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ করছে পুলিশ।

ধর্ষণের অভিযোগ শিলিগুড়িতে

এদিন শিলিগুড়িতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। চাকরির টোপ দিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতারও করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই তরুণী সিকিমের বাসিন্দা। চাকরি দেওয়ার নাম করে তাঁকে শিলিগুড়ির একটি হোটেলে ডাকা হয়। সেখানেই তাঁর উপর নির্যাতন চলে বলে অভিযোগ।

আরও পড়ুন: CBI On Hanskhali Case: হাঁসখালির সেই শ্মশানে সিবিআই, হাতে এল আধপোড়া পোশাকের অংশ, চারপাশে ছড়িয়ে ছাই…

আরও পড়ুন: TMC Leader Viral Video: ‘ধর্ষণ নিয়ে প্রতিবাদ মিছিল হলেই ডান্ডা মেরে ঠান্ডা করে দেব’, ভিডিয়োয় দেখুন তৃণমূল নেতার দাওয়াই

আরও পড়ুন: Vandalism at Polba: বাড়িতে টিভি দেখতে পারছিলেন না, তা বলে কেবল অপারেটরের উপর এমন ‘প্রতিশোধ’…