Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Leader Viral Video: ‘ধর্ষণ নিয়ে প্রতিবাদ মিছিল হলেই ডান্ডা মেরে ঠান্ডা করে দেব’, ভিডিয়োয় দেখুন তৃণমূল নেতার দাওয়াই

TV9 Bangla Digital

| Edited By: সায়নী জোয়ারদার

Updated on: Apr 15, 2022 | 6:35 PM

Murshidabad: গত কয়েকদিন ধরে এ রাজ্যে বিভিন্ন জায়গায় ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ উঠছে। অনেক ক্ষেত্রেই উঠছে গণধর্ষণের অভিযোগও।

বেশি প্রতিবাদ পছন্দ নয় তৃণমূল নেতার। ভিডিয়োতে সে বার্তাই দিলেন মুর্শিদাবাদের ভগবানগোলা-১ ব্লক সভাপতি আফরোজ সরকার। তাঁর কথায়, ‘বেশি প্রতিবাদ মিছিল করলে ডান্ডা দিয়ে মেরে ঠান্ডা করে দেব।’ আফরোজ বলেন, পঞ্চায়েত ভোটে যেভাবে মেরেছিলেন, সেই পথেই ‘দাওয়াই’ দেবেন। এই তৃণমূল নেতা বলেন, “ধর্ষণ হলে আমাদের বলুক। আমরা ওসি, এসপিকে বলব। প্রমাণ দেখালেই বলব গ্রেফতার করতে। এমনি ফালতু ফালতু একটা মিছিল করে দিলে, বেশি বাড়াবাড়ি করলে, মিছিল করলে ঠান্ডা করে দেব। ঠান্ডা করতে গেলে ডান্ডা দরকার আছে।”

গত কয়েকদিন ধরে এ রাজ্যে বিভিন্ন জায়গায় ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ উঠছে। অনেক ক্ষেত্রেই উঠছে গণধর্ষণের অভিযোগও। শুক্রবারই বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, “বাংলার প্রত্যেক মা বোনকে অনুরোধ করব সবাই বেরিয়ে আসুন। এক জোট হয়ে আওয়াজ তুলুন। বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও দিনের পর দিন মেলা, উৎসবের মতো মহিলাদের ধর্ষণ করা হচ্ছে।” অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, “প্রত্যেকটা ধর্ষণের ঘটনায় তৃণমূলের নেতা, সক্রিয় কর্মী জড়িত। এটা স্পষ্ট তৃণমূল আর নির্যাতন সমার্থক হয়ে যাচ্ছে।”

আরও পড়ুন: Vandalism at Polba: বাড়িতে টিভি দেখতে পারছিলেন না, তা বলে কেবল অপারেটরের উপর এমন ‘প্রতিশোধ’…

Published on: Apr 15, 2022 06:35 PM