কোচবিহার: ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের রাজনৈতিক সন্ত্রাস। তৃণমুল কর্মীকে মারধর ও রাতভর বোমাবাজির অভিযোগ। আঙুল বিজেপির দিকে। রবিবার রাত থেকে উত্তপ্ত কোচবিহারের (Coochbehar) ভেটাগুড়ি এলাকা।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রবিবার বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার পরই বেপরোয়া হয়ে ওঠে তাঁদের কর্মী সমর্থকরা। রাতে তৃণমূল কর্মী জলাই আলি বাজার সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিজেপি কর্মীরা তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করান।
এরপর ভেটাগুড়ির তৃণমূলের অঞ্চল সভাপতি অনন্ত বর্মনের বাড়িতে বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। লক্ষ্মীকান্ত বর্মনের নামে তৃণমূল নেতার বাড়িও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
তৃণমূল কর্মী অনন্ত বর্মনের দাবি, বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে নিশীথ প্রামাণিকের অনুগামীরা আরও বেশি করে সন্ত্রাস শুরু করেছে ওই এলাকায়।
নিশীথের গড় বলে পরিচিত ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতে এলাকা দখলে মরিয়া তৃণমূল কংগ্রেস। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় নিশীথ প্রামাণিকের কোনও বক্তব্য পাওয়া যায়নি।