দিনহাটা: আত্মহত্যা করেছেন দিনহাটার বিজেপি নেতা (BJP Leader) অমিত সরকার (Amit Sarkar)। তাঁর মৃত্যুতে নির্বাচন কমিশনে এমনই রিপোর্ট জমা দিয়েছেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বহুদিন ধরে অবসাদে ভুগছিলেন বিজেপির মণ্ডল সভাপতি অমিত সরকার। তবে বিধানসভা ভোটে টিকিট না পেয়ে আরও অবসাদে চলে গিয়েছিলেন তিনি। সেই হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেন। তাছাড়া প্রণয়ঘটিত কারণও থাকতে পারে জানিয়েছে রিপোর্ট। এই প্রেক্ষিতে সোমবার মৃত বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করলেন দিনহাটার বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী উদয়ন গুহ (Udayan Guha)।
এদিন মৃত দিনহাটা শহরের বিজেপি মণ্ডল সভাপতির বাড়িতে যান তৃণমূল প্রার্থী। তাঁর পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি মৃত্যু রহস্যের কিনারা করতে আবেদন জানান উদয়ন। প্রথম দফার ভোটের আগে মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় গোটা রাজ্যে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছিল বিজেপি। এমনকি অভিযুক্ত হিসাবে তৃণমূলের বিদায়ী বিধায়কের দিকে আঙুল তোলে গেরুয়া শিবির।
এদিকে মৃত বিজেপি নেতার ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে মিলেছিল আত্মহত্যার ইঙ্গিত। এই ঘটনার তদন্তের পর কমিশনে রিপোর্ট জমা দিয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। অমিত সরকারের স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তিনি। অমিতের স্ত্রী তৃণমূলের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। এই প্রেক্ষিতে মৃত বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করলেন উদয়ন গুহ। এদিন উদয়নবাবু মৃত বিজেপি নেতার বাড়িতে গিয়ে তার স্ত্রী ও পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে অমিতের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার জন্যে তাঁর স্ত্রীকে আবেদন করতে অনুরোধ করেন তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন: বগলামুখী মায়ের কবজ ছিল বলেই সেদিন বেঁচে গেলাম: মমতা
প্রসঙ্গত, গত বুধবার সকালে দিনহাটার পশু হাসপাতালে উদ্ধার হয় বিজেপির মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ। ভোটের আগে এই ঘটনা নিয়ে প্রতিবাদে নামে বিজেপি। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের সঙ্গেও তাঁদের সংঘর্ষে উত্তপ্ত হয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী।