কোচবিহার: হিংসার আবহেই আজ রাজ্যজুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট (West Bengal Panchayat Elections 2023)। ভোটের আগের রাতেও রাজনৈতিক হিংসার বলি হলেন একজন। কোচবিহারে তৃণমূলের বুথ চেয়ারম্যানকে খুনের অভিযোগ ঘিরে শোরগোল এলাকায়। শুক্রবার রাতে গণেশ সরকারের (৫০) রক্তাক্ত দেহ উদ্ধার হয়। গণেশ কোচবিহার জেলার তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের রামপুরের ৯/৬৪ নম্বর বুথের চেয়ারম্যান ছিলেন। স্থানীয় টোটো ইউনিয়নের সভাপতিও ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক এদিন রাতে একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে লেখেন, “বিজেপির দুষ্কৃতী দ্বারা গণেশ সরকার খুন হয়েছেন। আহত বিমল দাস।” যদিও বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এদিন রাতে রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল বুথ সভাপতিকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ভোট ঘোষণার পর থেকে বারবার শিরোনামে উঠে এসেছে কোচবিহারের তুফানগঞ্জের নাম। বারবার হিংসার অভিযোগ উঠেছে এখানে।
অন্যদিকে দিনহাটাতেও ভোটের আগে হিংসা ছড়াল। নির্দলের প্রার্থী-সহ আরও একজন আক্রান্ত বলে অভিযোগ। দিনহাটা-১ ব্লকের পুঁটিমারি-১ গ্রামপঞ্চায়েতের ২৫৫ নম্বর বুথের নির্দল প্রার্থী ভোলা বর্মন-সহ মজিদুল হককে গুলি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় দু’জনকেই দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, শুক্রবার গভীর রাতে নির্দল প্রার্থীর বাড়িতে ঢুকে গুলি চালানো হয়।
প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশন যে রাজ্যজুড়ে স্পর্শকাতর বুথের তালিকা দিয়েছে, সেখানে শীর্ষে রয়েছে এই কোচবিহারের নাম। জেলায় ২ হাজার ৩৮৫টি বুথ। এরমধ্যে ৩১৭টি স্পর্শকাতর। ১৩.২৯ শতাংশ বুথই এই জেলায় স্পর্শকাতর কমিশনের বিচারে।