West Bengal Panchayat Elections 2023: CPIM প্রার্থীকে বাঁশ-লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
West Bengal Panchayat Elections 2023: আক্রান্ত আফসার আলি মণ্ডল ৯/২২২ নম্বর বুথের সিপিএম প্রার্থী। সোমবার রাতে তাঁরা এলাকায় প্রচারে বের হন। অভিযোগ, তখনই তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে হামলা চালায়।
কোচবিহার: তুফানগঞ্জে প্রচারে বেরিয়ে আক্রান্ত সিপিআইএম কর্মী। কাঠগড়ায় তৃণমূল। সিপিএম প্রার্থীর উপর লোহার রড, বাঁশের লাঠি দিয়ে হামলার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ ১ ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের রাজারকুঠি ৯/২২২ নম্বর বুথে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ সিপিএম কর্মী। আহতদের নাম আফসার আলি মণ্ডল, মফিজউদ্দিন মণ্ডল, ওয়াহাব আলি মিঞা। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে।
জানা গিয়েছে, আক্রান্ত আফসার আলি মণ্ডল ৯/২২২ নম্বর বুথের সিপিএম প্রার্থী। সোমবার রাতে তাঁরা এলাকায় প্রচারে বের হন। অভিযোগ, তখনই তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে হামলা চালায়। এ বিষয়ে নাককাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গণেশ বর্মন বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত নয়।” তাঁর বক্তব্য, মিথ্যা অভিযোগ করছে সিপিএম।
সিপিএমের পক্ষ থেকে এ বিষয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় বিশাল বাহিনী মোতায়েন হয়েছে।
মঙ্গলবার সকালে কোচবিহারের দিনহাটা-১ ব্লকের গীতালদহ গ্রামপঞ্চায়েতের জরিধল্লা গ্রামে গুলি চালনার অভিযোগ ওঠে। এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে পরপর গুলি চালনার অভিযোগ ওঠে। যদিও এই ঘটনায় গোষ্ঠীকোন্দলেরই তত্ত্ব উঠে আসছে। ঘটনায় পাঁচ জন গুরুতর আহত হন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই দিনহাটায় গুলি চালানোর ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন।